বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেভাবে হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিসেম্বরে এইচএসসির ফল প্রকাশের পর ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ। তবে অনলাইন মাধ্যমে নয়, বরং বিভাগভিত্তিক হতে পারে এই পরীক্ষা। বিশেষ পরিস্থিতির কারণে পরীক্ষার পূর্ণমান ২০০ থেকে কমিয়ে ১০০-তে আনছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ডিনস কমিটির একাধিক সদস্য এসব বিষয় নিশ্চিত করেছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমরা ভর্তি পরীক্ষা নেব। এ বিষয়ে সব অনুষদের ডিন মতামত দিয়েছেন। ডিসেম্বরে (এইচএসসির) ফল প্রকাশের পর করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষার মানবণ্টনে পরিবর্তনের বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০০ নম্বর হলেও এবার পূর্ণমান থাকবে ১০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের ওপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ নম্বর ৭৫ থেকে ৩০ করা হয়েছে। এ ছাড়া লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০। সবমিলিয়ে ১০০ নম্বরের ওপর ভর্তিচ্ছুদের মেধাক্রম  তৈরি করা হবে। এদিকে, অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়ে মত দেননি কোনো ডিনই। এ বিষয়ে অধ্যাপক সাদেকা হালিম জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার ব্যাপারে কোনো ডিনই মত দেননি। আমরা স্বাস্থ্যবিধি বজায় রেখে বিভাগ ভিত্তিক পরীক্ষা নেব। যেমন খুলনা থেকে যারা আসতে চায়, তাদের পরীক্ষা খুলনা বিভাগেই হবে। যাতে তাদের ঢাকায় আসতে না হয়। গুণগত মান ধরে রাখার জন্য আমরা এইচএসসির ফলাফল দেখব এবং সেখান থেকে কীভাবে মূল্যায়ন করা যায় সে পদ্ধতি নিয়ে আরও বৈঠকের মাধ্যমে আলোচনা করব। এসব সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর