বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ফাঁড়িতে যুবক খুন

পুলিশ কনস্টেবল টিটু পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগর পুলিশের আওতাধীন বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করেছে পিবিআই। গতকাল দুপুরে পুলিশ লাইন থেকে টিটুকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক পাঁচ দিন মঞ্জুর করেন। টিটু চন্দ্র দাস বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যাকান্ডের পর তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখনো পলাতক ফাঁড়ির ইনচার্জ সাময়িক বরখাস্ত হওয়া মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন।

গতকাল পুলিশ লাইন থেকে সাময়িক বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে পিবিআই। বেলা ২টার দিকে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মাহিদুল ইসলাম। শুনানি শেষে বিচারক জিয়াদুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান। ১১ অক্টোবর ভোর ৬টা ৪০ মিনিটে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান আহমদকে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। রায়হান নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে মারা যান। প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নগরীর কাস্টঘরে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছেন। কিন্তু পরে তার পরিবারের পক্ষ থেকে ১০ হাজার টাকার জন্য ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগ তোলা হলে পুলিশের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নিহত রায়হানের স্ত্রী তান্নি বাদী হয়ে হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন। এর পরই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ছাড়া এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। ১২ অক্টোবর দুপুর থেকে লাপাত্তা হয়ে যান এসআই আকবর হোসেন। গেল ১০ দিনেও তার কোনো খোঁজ পায়নি পুলিশ ও পিবিআই। গতকাল দিনভর আকবর গ্রেফতারের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান জানান, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর