বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কম আর্দ্রতায় জীবাণুর স্থায়িত্ব বাড়ে

-ডা. নজরুল ইসলাম

কম আর্দ্রতায় জীবাণুর স্থায়িত্ব বাড়ে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, ‘শীতে তাপমাত্রা ও কম আর্দ্রতা করোনাভাইরাসকে আরও বেশি সময়ের জন্য বেঁচে থাকার সুযোগ করে দেবে। সেই সঙ্গে ভিটামিন ডির ঘাটতি তৈরি হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় করোনাভাইরাস মানুষের ওপর আরও বেশি প্রভাব ফেলবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শীতে সাধারণ ফ্লুতে মানুষ আক্রান্ত হয়। করোনা উপসর্গের সঙ্গে এর অনেক মিল রয়েছে। তাই করোনা আক্রান্ত ও সাধারণ ফ্লুতে আক্রান্ত রোগী আলাদা করা কঠিন হয়ে পড়বে। শীতকালে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দিজনিত অন্যান্য রোগের কারণে করোনায় মৃত্যুর হার বাড়তে পারে। দেশে সংক্রমণ হার এখন ১০ দশমিক ৯৭। এ হার প্রায় দেড় মাস ধরে একই রকম আছে। টেস্ট কমিয়ে আনায় রোগী শনাক্ত হার কমেছে। তাই সেকেন্ড ওয়েভ কখন শুরু হবে নাকি হয়েছে সে-সংক্রান্ত সঠিক তথ্য দেওয়া মুশকিল। কিন্তু শীতে করোনার একটা বড় ধাক্কা আসতে পারে। শীতে এমনিতেই ফ্লু-জাতীয় রোগ বাড়ে। রোগী শনাক্ত করা না গেলে সুপার সংক্রামক এ রোগে রোগী হুহু করে বাড়বে। তাই করোনার ধাক্কা সামলাতে সবচেয়ে জরুরি মাস্ক ব্যবহার। মাস্ক থুতনিতে না রেখে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এটাই এখন করোনা মোকাবিলার প্রধান হাতিয়ার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর