বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মাধ্যমিকে হবে না বার্ষিক পরীক্ষা, সব শিক্ষার্থীর প্রমোশন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের কারণে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে সব শিক্ষার্থী প্রমোশনের মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ কর্মদিবসের জন্য একটি পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট করতে হবে তাদের। প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের  এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে। তবে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কী ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখা হবে, যাতে পরবর্তী ক্লাসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ঘাটতি পূরণ করা সম্ভব হয়। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ পাঠ্যসূচি দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ অংশ নেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে অনলাইনে নেওয়া হবে এই সংক্ষিপ্ত সিলেবাসের ক্লাস। একই সময়ে অ্যাসাইনমেন্ট প্রদান ও মূল্যায়ন সম্পন্ন করা হবে। এই সময়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অন্য কোনো ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের বাধ্য করতে পারবে না। শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর অষ্টম শ্রেণিতে জেএসসি-জেডিসি পরীক্ষা না হলেও এই শিক্ষার্থীরা সনদ পাবে। শিক্ষার্থীদের যে উপায়ে মূল্যায়ন করা হবে তা সনদে উল্লেখ থাকবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়েও কাজ করছে পরামর্শক কমিটি। দীপু মনি বলেন, ‘জানুয়ারি থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। এখনো পর্যন্ত শিক্ষাবর্ষের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।’ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও এসএসসি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ডা. দীপু মনি। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে এসব সিদ্ধান্ত পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে প্রচেষ্টা ছিল সমন্বিত পরীক্ষা শুরুর। আমরা মনে করি, এ বছর যে বাস্তবতা, তাতে সমন্বিত পরীক্ষাটি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।’ এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সময়মতো পরীক্ষা নেওয়ার চেষ্টা করব আমরা। সময়মতো হলে তো হলোই, না হলে যদি কিছুদিন পরও হয়, তবু কিন্তু পরীক্ষা হবে। সে ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’ প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত এসব বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর