শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পূজায় নাশকতার আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক

পূজায় নাশকতার আশঙ্কা নেই

র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সার্বিক নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবে যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে র‌্যাব। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাব ডিজি। আল-মামুন বলেন, ২১ অক্টোবর বোধনের মধ্যদিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা আগামী ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে। এবার সারা বিশ্ব এক অদৃশ্য মহামারীর মধ্যদিয়ে পার হচ্ছে। তাই আমরা আশা করছি, সবাই অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকবেন।

এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছি, সার্বক্ষণিক পাশে রয়েছি। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যাপ্ত র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছে। পূজা উপলক্ষে আমরা গত ১৫ অক্টোবর থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহসহ তৎপর রয়েছি। তবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ফোর্স মোতায়েন থাকবে। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সুইপিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পূজাস্থলে নিয়োজিত অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। জল-স্থল ও আকাশপথে ত্রিমাত্রিক অভিযানে সক্ষম র‌্যাব। আমরা দুর্গাপূজা উপলক্ষে এয়ার উইংও প্রস্তুত রেখেছি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী কোনো ধরনের নাশকতার আশঙ্কা দেখছি না। তারপরেও যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজাকেন্দ্রিক যেকোনো গুজব এড়াতে ও পূজামন্ডপে নারী দর্শনার্থীদের ইভ টিজিং রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার বিসর্জনে জনসমাগম কম হলেও র‌্যাব নিরাপত্তা জোরদার থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর