শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এখনো নাগালের বাইরে আলু-পিঁয়াজ

কমছে না নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দর

নিজস্ব প্রতিবেদক

দাম নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পরও আলু, পিঁয়াজ এখনো নাগালের বাইরে। দুই দফা আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে। খুচরা বাজারে আলুর কেজি সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণ করলেও ৪৫ টাকার নিচে মিলছে না কোথাও। বেশির ভাগ বাজারেই আলুর কেজি ৫০ টাকা বিক্রি করতে দেখা যায়। একই পরিস্থিতি পিঁয়াজ নিয়েও। ঢাকার বাজারগুলোতে কোথাও ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না প্রতি কেজি পিঁয়াজ। এছাড়া এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। জানা গেছে, সরকার নির্ধারিত ৩৫ টাকা কেজি দরে কোথাও আলু বিক্রি করতে দেখা যায়নি। টিসিবির বিভিন্ন ট্রাক থেকে ৩৫ টাকায় পাওয়া গেলেও লাইন দিয়ে তা কিনতে হচ্ছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে এসব ট্রাকে ক্রেতাদের আলু কিনতে দেখা গেলেও খুচরা অন্যান্য বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকা। বেশির ভাগ বিক্রেতা বলছেন, সরকার নির্ধারণ করে দিলেও কোনো পাইকারি আড়তে দাম কমায়নি। তাই ৪৫ টাকার ওপরে বিক্রি করতে হচ্ছে। গতকাল রাজধানীর একাধিক বাজারে গিয়ে দেখা গেছে, সব ধরনের আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকার ওপরে। বিক্রেতারা জানিয়েছেন, আলুর দাম কমার তথ্য শুধু খবরে দেখি। বাজারে তো দাম কমতে দেখি না। কারওয়ানবাজার, শ্যামবাজার পাইকারিতে আলুর দাম দুই দিন আগে যা ছিল আজও তাই। পাইকারিতে না কমলে আমরা কীভাবে কম দামে বিক্রি করব? এদিকে সরকার গত কয়েক সপ্তাহ ধরে পিঁয়াজ নিয়ে নানা উদ্যোগ নেওয়ার পরও দর নাগালের বাইরে রয়ে গেছে এখনো। রাজধানীর বাজারগুলোতে গতকাল দেখা গেছে পাইকারি বাজারে দেশি পিঁয়াজ ৭৫ থেকে ৯০ টাকা, মিয়ানমার ৭০ ও চায়না ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে আমদানিকৃত পিঁয়াজের পরিমাণ খুবই কম।

অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দরও কমছে না। বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহের মতো এখনো শিম, টমেটো, গাজর, বেগুন ও করলার কেজি একশ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম কিছুটা কমে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৪০ টাকা। আর শসার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৯০ থেকে ১০০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১২০ টাকা। বেগুন গত সপ্তাহের মতো ৮০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এই সবজিগুলোর পাশাপাশি বাজারে অন্য সবজিগুলোও স্বস্তি দিচ্ছে না। পটোলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। গত সপ্তাহের মতো ঢ্যাঁড়শের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ঝিঙার কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি। লাউ প্রতিটি গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। এক হালি কাঁচকলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। বাজারে আসা শীতের আগাম সবজি ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর