শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিমানের সিটের নিচে পাঁচ কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ৮ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। তারা জানান, জব্দ হওয়া সোনার দাম প্রায় পৌনে ৫ কোটি টাকা। গতকাল সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদে গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। আবুধাবি থেকে আসা ফ্লাইটটির চারটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম। সংস্থার মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর জানান, শুল্ক গোয়েন্দার কাছে তথ্য আসে সোনা চোরাচালানের। যে কারণে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়। ওই ফ্লাইটের চারটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো সোনার বারগুলো পাওয়া যায়। জব্দ সোনার বিষয়ে দুটি মামলা করা হবে। এরই মধ্যে কাস্টমস আইনে একটি বিভাগীয় মামলা, অন্যটি বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা। অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা পরিদর্শক মনির হোসেন জানান, জব্দ করা সোনার দাম ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

সর্বশেষ খবর