শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
তিনজনের বিরুদ্ধে মামলা

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা রংপুরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ফিড মিলে ‘দুষ্টুমি করে’ পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় জীবন-মরণ সন্ধিক্ষণে থাকা শ্রমিক মহির উদ্দিন (৬০) মারা গেছেন। গতকাল সকালে রংপুর মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত শ্রমিকের স্ত্রী তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

রংপুর মেডিকেলের আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জামাল উদ্দিন মিন্টু বলেন, পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় রোগীর খাদ্যনালীর নিম্নাংশ ছিঁড়ে যায়। রোগীটি শকে থাকার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মাহিগঞ্জ জমজম এগ্রো লিমিটেড ফিড মিলের শ্রমিক রশিদুল ইসলাম (৫০), জহিরুল হক বাবু (৩০) ও জহুরুল ইসলামের (৬৫) বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মামলা করেছেন মহির উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম।

মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, মামলার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার বিকালে ফিড মিলের হাওয়া মেশিন দিয়ে শরীর পরিষ্কার করার সময় রশিদুল ‘দুষ্টুমি করে’ পাইপটি মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে বাতাস ঢুকলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক রশিদুল তাকে রংপুর মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করান। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে মাহিগঞ্জ থানা পুলিশ। এ খবরে গা-ঢাকা দেয় রশিদুল।

সর্বশেষ খবর