শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গণতন্ত্রের নামে ছেলেখেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের নামে ছেলেখেলা হচ্ছে

সরকার দেশে ভিন্ন নামে ‘বাকশাল’ প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, এই সরকারের সব কর্মকান্ড গণতন্ত্রবিরোধী। আমাদের সংবিধানে কথা বলার অধিকার আছে। সংগঠন করার অধিকার আছে। আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে জনগণের কাছে। তা আমাকে করতে দেওয়া হচ্ছে না। দেশে আজ গণতন্ত্র নেই। আজ ভিন্ন নামে বাকশাল দেশে প্রতিষ্ঠিত হতে চলেছে। গণতন্ত্রের নামে ছেলেখেলা করা হচ্ছে। এটা চলতে পারে না। প্রবীণ চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ রকম বাধা  দেওয়ার ফল কী হয়? প্রধানমন্ত্রী যতগুলো কাজ আপনি করছেন ক্রমেই তা ভুল প্রমাণিত হচ্ছে। যেমন ধরুন নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সদ্য আইনের সংশোধনী এনেছেন- ফাঁসি। ফাঁসি দিয়ে পৃথিবীর কোথাও কোনো পরিবর্তন হয়নি। এটা মধ্যযুগীয় শাস্তি। আপনারা পত্রিকা খুলে দেখুন, এই আইন করার আগে ও পরে একফোঁটাও অপরাধ কমেনি। বরং  বেড়েছে। এখন বাড়তে বাড়তে শিশুর ওপরও হচ্ছে, স্কুলে হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে। রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ ও সদ্য গ্রেফতার ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ আরও বলেন, শুধু কথা বলার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। আবুল আসাদকে এক বছর ধরে জামিন দেওয়া হচ্ছে না। অথচ যারা লাখো কোটি টাকা পাচার করেছেন তাদের জামিন আগেই হয়ে যায়। এটা কি গণতন্ত্র হতে পারে?

সর্বশেষ খবর