বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সরকার ও ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব

নিজস্ব প্রতিবেদক

সরকার ও ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার ও তার অনুগত ফরমায়েশি নির্বাচন কমিশনের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের দাবি, নিরপেক্ষ একটি সরকার এবং একটি যোগ্য নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে যাদের নির্বাচিত করবেন তারা রাষ্ট্রক্ষমতা পরিচালনার দায়িত্ব নেবে। জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের স্বার্থে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। কারণ তাঁকে আজ জনগণের খুবই প্রয়োজন। জনগণ চায় তাদের মাঝে দেশনেত্রী ফিরে আসুন এবং দেশকে নেতৃত্ব দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর