শিরোনাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অটো পাস শিক্ষা ধ্বংসের প্রয়াস

নিজস্ব প্রতিবেদক

অটো পাস শিক্ষা ধ্বংসের প্রয়াস

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনাভাইরাসের দোহাই দিয়ে কোনো বিকল্প উদ্ভাবন না করেই সরকার অবিবেচকের মতো শিক্ষার্থীদের ‘অটো পাস’-এর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়ার একটা প্রয়াস। পরীক্ষা ছাড়া অটো পাস ছাত্র-ছাত্রীদের মনে আস্থার সংকট তৈরি করবে। এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত জাতির জন্য আত্মঘাতী। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ছয় দফা দাবিও তুলে ধরেন। তার ছয় দফা প্রস্তাবনায় রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সিলেবাস সংক্ষিপ্ত করে এবং প্রশ্নপত্রের পূর্ণমান অর্ধেক করে একটা পরীক্ষার ব্যবস্থার করা। বিদ্যালয়ের ক্যাপাসিটি অনুযায়ী পরীক্ষার্থীদের কয়েকটি ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন দিনে নিরাপদ দূরত্বে আসনের ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া যেতে পারে। প্রতিটি বিষয়ে কয়েকটি প্রশ্নপত্রের সেট তৈরি করে তার ভিত্তিতে ভিন্ন ভিন্ন দিন পরীক্ষা গ্রহণ করা যেতে পারে। তেমনিভাবে সিলেবাস এবং প্রশ্নপত্রের মান সংক্ষিপ্ত করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতেও পরীক্ষার্থীদের কয়েকটি ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের সেটের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজনে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়ানো যেতে পারে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ নিয়ে শিক্ষক, শিক্ষাবিদসহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর