বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দ্রুত সময়ে সব হত্যা মামলার শুনানি

নিজস্ব প্রতিবেদক

দ্রুত সময়ে সব হত্যা মামলার শুনানি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সসহ অন্যান্য হত্যা মামলা দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু রিফাত শরীফ নয় মৃত্যুদন্ডপ্রাপ্ত যত মামলা আছে উভয় পক্ষের (আসামি ও ভিকটিম) ন্যায় বিচারের জন্য দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় প্রস্তুতি নেবে। এ এম আমিন উদ্দিন বলেন, বিভিন্ন হত্যা মামলা বিচারের জন্য রয়েছে, কোনোটি পেপারবুক প্রস্তুত, আবার কোনোটি পেপারবুক তৈরি হওয়ার পর শুনানির জন্য অপেক্ষমাণ। আমরা রিফাত শরীফ হত্যাসহ অন্যান্য সব মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স যেন অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুত শুনানি হয় সে বিষয়ে উদ্যোগ নেব।

সর্বশেষ খবর