শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রবিবার বিদেশি ওমরাহ পালনকারীদের জন্য খুলবে পবিত্র কাবা

মোস্তফা কাজল

রবিবার ১ নভেম্বর অস্থানীয় বা বিদেশি ওমরাহ পালনকারীদের জন্য খুলবে মক্কার পবিত্র কাবা শরিফ। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে সাময়িক বন্ধ থাকার পর ধাপে ধাপে সবার ওমরাহ পালনের জন্য কাবা শরিফ খুলে দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব সরকার। ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে প্রতিদিন বহির্বিশ্বের ২০ হাজার ব্যক্তি ওমরাহ পালন করতে পারবেন। বিদেশি ওমরাহ পালনকারীদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ওই গাইডলাইনে বলা হয়েছে, ওমরাহ পালনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৫০-এর মধ্যে হতে হবে। সৌদি আরবে যাওয়ার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করতে হবে। একমাত্র করোনা নেগেটিভ সনদ থাকলে ওমরাহ পালনের সুযোগ পাবেন। ওমরাহ আদায়, হারামাইনে নামাজ, মদিনা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য ‘ইতামারনা’ অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে তাসরিয়া (অনুমতি) নিতে হবে। খাবারসহ হোটেল বুকিং করতে হবে। হোটেলে এসে তিন দিন অবস্থানের পর ওমরাহ পালন করতে হবে। ভ্রমণের ২৪ ঘণ্টা আগে ফ্লাইট নম্বরসহ যাত্রীর যাবতীয় তথ্য ওমরাহর জন্য নির্দিষ্ট সাইটে জমা দিতে হবে। প্রতি গ্রুপে ৫০ জন ওমরাহ যাত্রী ও একজন গাইড থাকবেন। গত ৪ অক্টোবর প্রথম ধাপে সৌদি আরবে বসবাসকারী স্থানীয়দের জন্য ওমরাহ কার্যক্রম শুরু হয়। এরপর ১৮ অক্টোবর থেকে চলছে দ্বিতীয় ধাপে ওমরাহ। তৃতীয় ধাপে ১ নভেম্বর শুরু হচ্ছে বহির্বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র ওমরাহ পালন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর