মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ডোনা ইমামের জয়ের স্বপ্ন

ডোনা ইমামের জয়ের স্বপ্ন

টেক্সাসের অস্টিন নিয়ে গঠিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩১ থেকে প্রার্র্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডোনা ইমাম। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণের পর টেক্সাসে উচ্চশিক্ষা গ্রহণকারী ডোনা লড়ছেন রিপাবলিকান প্রার্থী হটাতে। কারণ, অভিবাসীদের সঙ্গে তারা হরদম দুর্ব্যবহার করে এবং ন্যায্য পারিশ্রমিক প্রদানে সীমাহীন উদাসীনতা প্রদর্শন করছেন। কৃষি শ্রমিকরাও নাজেহাল হচ্ছেন প্রতিনিয়ত। তথ্যপ্রযুক্তি সেক্টরেও সুনজর নেই রিপাবলিকান প্রশাসনের। এ অবস্থার অবসানে কংগ্রেসে রিপাবলিকানদের দমনের বিকল্প নেই।  উল্লেখ্য, ব্যক্তিগতভাবে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেও ডোনা সবসময় খেটে খাওয়া মানুষের পাশে রয়েছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনেও সক্রিয় থাকেন সবসময়। এভাবেই অস্টিনবাসীর হৃদয়ে বিশেষ একটি স্থান করে নিতে সক্ষম হওয়ার পরই নির্বাচনে প্রার্থী হয়েছেন। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন চেষ্টা করছেন এলাকার মেহনতি মানুষ, শিক্ষিত যুব সমাজের সুনজর কাড়তে। তাহলেই বিজয়ের পথ সুগম হবে বলে ডোনার ধারণা। এদিকে ২৬ অক্টোবর এক ভার্চুয়াল সভায় মিলিত হয়ে আসালের কর্মকর্তারা ডোনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। ডোনার নির্বাচনী তহবিলে অর্থ দেওয়ার অনুরোধও জানিয়েছেন আসালের জাতীয় কমিটির সভাপতি মাফ মিসবাহ এবং সেক্রেটারি করিম চৌধুরী। উল্লেখ্য, তারা বাংলাদেশি প্রতিটি প্রার্থীকেই সাপোর্ট দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর