শিরোনাম
বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দুদকের কাজে হস্তক্ষেপ করলে বাজে নজির তৈরি হবে : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো অনুসন্ধানে আদালত হস্তক্ষেপ করলে বাজে নজির তৈরি হবে বলে মন্তব্য করেছে হাই কোর্ট। দুদককে স্বাধীনভাবে কাজ করতে উৎসাহও দিয়েছে আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে তলব করে দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানিতে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এমন মন্তব্য করে।

হাই কোর্ট বলছে, দুর্নীতি দমন কমিশন ঘরে বসে থেকে দুর্নীতি দমন করতে পারবে না। তাদের গোয়েন্দাগিরি করতে হবে। কোনখানে কী হচ্ছে, ব্যক্তির অপরাধ প্রমাণসহ ধরতে হবে। এটাই তাদের কাজ। পরে রূপার পুরো পরিবার করোনা পজিটিভ হওয়ায় দুদকে হাজির হতে তাকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিতে বলেছে আদালত। একই সঙ্গে রূপার রিটের শুনানি ৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে গত ২৯ অক্টোবর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত নোটিসে তাকে তলব করা হয়েছে। আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় তাকে হাজির হতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চিঠিতে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি ও চাহিদা দেওয়া নথিপত্রসসহ তাকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কক্ষ নং-২০৯ ঠিকানা বরাবর পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর