বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

গুজবকারীদের বিষয়ে সতর্ক থাকুন

নিজস্ব প্রতিবেদক

গুজবকারীদের বিষয়ে সতর্ক থাকুন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড ও ৩ নভেম্বর জেলহত্যা দুটিতেই জিয়াউর রহমান যুক্ত। জেলহত্যা দিবসে গতকাল মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের এবং ৩ নভেম্বর নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ গুজব রটনাকারীদের ব্যাপারে সতর্ক থাকা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনার জন্য জনগণকে অনুরোধ জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোনোভাবে যদি কেউ গুজব রটায় বা অসত্য তথ্য বা পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মন্ত্রী বলেন, করোনাকালেও যে কটি দেশ উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে তার মধ্যে বাংলাদেশ একটি।

এই করোনাকালেও ১ হাজার ৯০০ ডলার থেকে বাংলাদেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৬৪ ডলারে উন্নীত হয়েছে। এতে অনেকেই খুশি নন। এর আগে তথ্যমন্ত্রী আফসান চৌধুরী রচিত শেখ মুজিবুর রহমান অ্যান্ড বাংলাদেশ : দ্য কোয়েস্ট ফর এ স্টেট (১৯৩৭-১৯৭১), রাহাত মিনহাজ রচিত ১৯৭১ : তাজউদ্দীন, মুজিব বাহিনী ও অন্যান্য এবং শেখ আদনান ফাহাদ রচিত বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও গণমাধ্যম ভাবনা গ্রন্থ তিনটির মোড়ক উন্মোচন করেন। এ সময় প্রকাশক শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর