বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
উত্তেজনায় ট্রাম্প-বাইডেন

কারচুপির অভিযোগ, হারলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

কারচুপির অভিযোগ, হারলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও স্থানীয় সময় মধ্যরাতে নিজেকে জয়ী ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন এই রিপাবলিকান প্রার্থী। ভোট গণনা বন্ধে তিনি আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের। ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট রুমে এক বক্তৃতায় বলেছেন, পরাজিত হলে ভোট গণনা নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। ট্রাম্প বলেন, ‘আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম। লাখ লাখ লোক আমাদের পক্ষে ভোট দিয়েছে। আমরা একটি বড় উদ্যাপনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা সবকিছুতেই জিতেছিলাম। সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।’ এরপর কোনো রকম প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে।

ভোট গণনা নিয়ে অভিযোগ করে ট্রাম্প বলেন, ‘মার্কিন নাগরিকদের সঙ্গে এটা প্রতারণা। এখনো পোস্টাল সিস্টেমে আসা ভোট গ্রহণ করা হচ্ছে।’ এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমরা সব ভোট বন্ধ চাই।’ নির্বাচন দিনের পরও যেসব ভোট পোস্টের মাধ্যমে আসবে সেগুলো গ্রহণ করা বৈধ বলে জানিয়েছে রাজ্য নির্বাচন বোর্ড। এগুলো যথাসময়ে পাঠানো হয়েছিল। কিন্তু ট্রাম্প এসব ভোট নিয়ে তার আপত্তি জানিয়েছেন। হেরে গেলে তিনি যে সহজে ছাড়বেন না, সে কথা জানিয়েছিলেন আগেই। আইনি লড়াইয়ের কথা বলেছিলেন ট্রাম্প। গণনা চলাকালে ফের ট্রাম্পের হুমকি- হেরে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। ভোট প্রচারের শেষ পর্বে এসে তিনি বলেছিলেন, আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন। অনেক জায়গাতেই নির্ধারিত সময়ের পরও ভোট নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। তার অভিযোগ, ওই ভোটাররা ডেমোক্র্যাটদের সমর্থক। তাই ভোটদান প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন তিনি। ট্রাম্পের বক্তব্য, ‘আমরা জিতেই গিয়েছি। এবার আমাদের লক্ষ্য ঐক্যের বাতাবরণ বজায় রাখা। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা চাই সব ভোট বন্ধ হোক। সকাল ৪টায় (স্থানীয় সময়) তাদের কোনো ব্যালট দেখাতে চাই না।’ এর আগে নির্বাচনের রাতে এক টুইট বার্তায় ডেমোক্র্যাটিক পার্টির বিরুদ্ধে ভোট চুরির চেষ্টার অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবর