বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
উত্তেজনায় ট্রাম্প-বাইডেন

বাইডেন বললেন, অনেক খেলা এখনো বাকি

প্রতিদিন ডেস্ক

বাইডেন বললেন, অনেক খেলা এখনো বাকি

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অনেক খেলা বাকি আছে এখনো।’ ডেলাওয়ারে বাইডেন তার সমর্থকদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। শেষ ব্যালট গণনা হওয়ার আগ পর্যন্ত সমর্থকদের নির্বাচনের মাঠে থাকার আহ্বান জানান তিনি। বাইডেন বলেন, ‘শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত সব শেষ হয়ে যায়নি। আমি জয়ের পথে আছি। যদি কিছু বলার প্রয়োজন পড়ে, তবে আমি বলব। যদি তেমন কিছু না থাকে, আগামীকাল (বুধবার) ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।’ নির্বাচনে হার-জিতের ফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘এ বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছি না।’ কী প্রতিক্রিয়া হবে তা নির্ভর করছে ট্রাম্প কী বলেন ও কীভাবে বলেন, তার ওপর। বাইডেন বলেন, ‘কোন ভোট গণনা করা হবে, আর কোনগুলো হবে না, তা নির্ধারণের কাজ প্রেসিডেন্টদের নয়। আপনারা জানেন ভোটাররাই ঠিক করেন প্রেসিডেন্ট কে হবেন। তিনি কী করবেন বা বলবেন, তাতে কিছু যায়-আসে না। ভোট গণনা হবেই।’ জো বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে অবস্থান করছেন। জয় নিয়ে আশাবাদী বাইডেন বলেন, ‘আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী। পেনসিলভেনিয়াতে ভোট গণনা শেষ হতে সময় লাগবে। সব ভোট গণনা শেষ হলে সেখানেও আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফলাফল পেতে পারি। তবে এটা আমার বা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত।’ এর আগের রাতে প্রেসিডেন্ট নির্বাচনকে যুক্তরাষ্ট্রের আত্মার লড়াই উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘আমার একটি অনুভূতি আছে যে, আমরা আগামী বিশাল জয়ের জন্য একসঙ্গে এসেছি। ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যাওয়ার সময় এসেছে ডোনাল্ড ট্রাম্পের।’

সর্বশেষ খবর