বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চূড়ান্ত ফলাফল পেতে আর কত সময় লাগবে

নিজস্ব প্রতিবেদক

মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে বিশ্ব। নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এবং মূল রাজ্যগুলো নিয়ে অনেক হিসাব-নিকাশ বাকি থাকায় চূড়ান্ত ফলাফল হাতে আসতে বেশি সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই সময় দীর্ঘায়িত হতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটকে চ্যালেঞ্জ করে মামলা হয়। এসব ক্ষেত্রে ফলাফল পেতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সাধারণত নির্বাচনের রাতে জানা যায় নতুন প্রেসিডেন্টের নাম। কিন্তু এবার এক নতুন প্রেক্ষাপটে হচ্ছে নির্বাচন। মহামারীর মধ্যে চলছে নির্বাচন, যে কারণে অনেক পোস্টাল ভোট দাখিল হয়েছে। যা গণনা করতে দিন পার হয়ে যেতে পারে। চূড়ান্ত ফলাফল অনেকটাই নির্ভর করছে ডাকযোগে পাঠানো ভোট গণনা পর্যন্ত। এ ছাড়া এ ভোট নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। এর মানে হলো, একটা ফলাফল পেতে সপ্তাহও লেগে যেতে পারে। এখানে বেশ অনিশ্চয়তা আছে। মার্কিন নির্বাচনে পোস্টাল ব্যালট নতুন কিছু নয়। ২০১৬ সালে এ রকম ভোটের সংখ্যা ছিল এক-তৃতীয়াংশ। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর অনেক বেশি পোস্টাল ভোট পড়েছে। অনেক রাজ্যে ডাকে ব্যালট আসা মাত্রই ভোট গণনা শুরু হয়েছে। আবার কিছু কিছু রাজ্যে এ রকম ভোট গণনার জন্য নির্বাচনের আগের কয়েক দিন নির্ধারিত করে রাখা হয়। মিশিগানের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, তাদের সব ভোট গণনা শেষ হতে শুক্রবার পর্যন্ত লাগতে পারে। ব্লুমবার্গ নিউজ এর মধ্যেই খবর প্রকাশ করেছে, চূড়ান্ত ফলাফল বুধবার বিকালের (যুক্তরাষ্ট্র সময়) আগে জানা যাবে না। সুতরাং নির্বাচনের পুরো ফলাফল জানতে আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হতে পারে। বিবিসি এ বিশ্লেষণ জানিয়েছে। অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভোটের প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর থেকেই ফলাফল সম্পর্কে ধারণা পাওয়া শুরু হয়। এদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর চলছে গণনা। বেশির ভাগ অঙ্গরাজ্যে ভোট গণনা চূড়ান্ত পর্যায়ে গেলেও সব কটি অঙ্গরাজ্যের ফলাফল পেতে আরও সময় লাগবে। বিশ্লেষকদের মতে কিছু অঙ্গরাজ্যের ফলাফল আসতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্তলাগতে পারে। এর আগে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডাকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতায় কয়েক সপ্তাহ পিছিয়ে গিয়েছিল নির্বাচনের ফলাফল।

সর্বশেষ খবর