বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কোন রাজ্যে কার জয়

প্রতিদিন ডেস্ক

নির্বাচনী মাঠে বাইডেন ও ট্রাম্পের মধ্যে লড়াই হয় হাড্ডাহাড্ডি। ভোটের আগে জনমত জরিপে যেমন ভাবা হয়েছিল, ফলাফল তেমনই হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জিতেছেন নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউজার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেকটিকাট, ডেলাওয়ার ও কলোরাডোয়। হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়েসের মতো রাজ্যেও ডেমোক্র্যাটদের জয় হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। প্রতিপক্ষ রিপাবলিকানরা জিতেছেন নর্থ ডাকোটা, মন্টানা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, কানসাস, ওকলাহোমা, টেক্সাস, লুইজিয়ানা, আরকানসাস, মিসৌরি, ইন্ডিয়ানা, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, সাউথ ক্যারোলিনা, ফ্লোরিডা, মিসিসিপিতে। আইওয়ার ৩টি ইলেকটোরাল ভোটও গেছে ট্রাম্পের পক্ষে। ব্যাটলগ্রাউন্ড-খ্যাত ফ্লোরিডায় ট্রাম্প জয় পেয়েই ব্যবধান অনেকটা কমিয়েছেন। সেখানকার ২৯টি ইলেকটোরাল ভোটের সবকটি গেছে ট্রাম্পের ঝুলিতে। গতকাল ফল ঘোষণা শুরুর দিকে ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘সারা দেশেই সত্যিই খুব ভালোভাবে এগোচ্ছি। সবাইকে ধন্যবাদ’।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর