শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আমেরিকাজুড়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

আমেরিকাজুড়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

নেভাদাতে নির্বাচন অফিসের সামনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ (বাঁয়ে)। অ্যারিজোনাতে ‘আমেরিকা জেগে আছে’ স্লোগানে উত্তাল রাজপথ -এএফপি

মার্কিন নির্বাচনের পর ভোট গণনা বন্ধ রাখার দাবিতে ট্রাম্প সমর্থকরা বিক্ষোভ করছেন। আগের দিনের মতো গত বৃহস্পতিবারও এ বিক্ষোভ হয়েছে নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া, অ্যারিজোনা, ফিনিক্স, পোর্টল্যান্ড, অরেগন, ডেট্রয়েড, বাল্টিমোরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে। কোথাও কোথাও পাল্টা বিক্ষোভও হয়েছে। এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। সূত্র : ইউএস টুডে, এপি, রয়টার্স।

খবরে বলা হয়, ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভের সময় স্লোগান দিয়েছেন, ‘ভোট গণনা বন্ধ কর’। অন্যদিকে ডেমোক্র্যাট সমর্থকরা ‘প্রত্যেক ভোট গণনা করতে হবে’ স্লোগান দিয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প সমর্থকরা বিক্ষোভ করেছেন নিউইয়র্ক, শিকাগো এবং ফিলাডেলফিয়ায়। ডেট্রয়েটে ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে ‘ভোট গণনা বন্ধ কর’ বলে স্লোগান দিতে থাকেন। সেই

সময় জানালা ভাঙচুর করেন তারা। ফক্স নিউজ বাইডেনকে অ্যারিজোনায় বিজয়ী ঘোষণা করার পর ওই রাজ্যের পোয়েনিক্স সিটি হলে ট্রাম্প সমর্থকরা জড়ো হয়ে ‘শেম অন ফক্স’ স্লোগান দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডেট্রয়েটের বাল্টিমোরে শতাধিক বিক্ষোভকারী, ‘প্রত্যেক ভোট গণনা করো, ট্রাম্পের চুরি ঠেকাও’ স্লোগান দিয়েছেন। পোর্টল্যান্ডে পুলিশের নির্যাতনবিরোধী বিক্ষোভের সময় বাড়ির জানালা ও দোকানের কাচ ভাঙচুর করায় কয়েকজনকে আটক করা হয়েছে। মিনেসোটার মিনিয়াপোলিস থেকে ৯৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদিকে নিউইয়র্ক সিটিতে বিক্ষোভের সময় পুলিশের ওপর বোতল নিক্ষেপ ও রাস্তায় আগুন ধরিয়ে দেওয়ায় ২০ জন বর্ণবাদবিরোধীকে আটক করেছে পুলিশ। ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে ‘মিডিয়া, সত্যি কথা বলো’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন। তারা দাবি করছেন, ফক্স নিউজ ট্রাম্প সম্পর্কে ভুয়া তথ্য ছড়িয়েছে।

ভোট গণনার সময় থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার অ্যারিজোনার মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থকরা বিক্ষোভ শুরু করলে ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না- এ নিয়ে দ্বিধায় পড়ে যায় কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পড়া ভোট গণনা করা হবে না- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর তার সমর্থকরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেন। অনেক বিক্ষোভকারী ভোট কেন্দ্রে ঢুকে পড়ার পর তাদের আবার বাইরে বের করে আনা হয়। কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে ডাকলেও ভোট গণনাকারীরা তাদের গণনা বন্ধ করেননি। এ ছাড়া অ্যারিজোনার ফিনিক্সেও ছোটখাটো বিক্ষোভ হয়েছে। পোর্টল্যান্ড, অরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ সামলাতে ন্যাশনাল গার্ড সক্রিয় হয়।

সর্বশেষ খবর