শনিবার, ৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চার রাজ্যে যেভাবে ঝুলছে ফলাফল

নিজস্ব প্রতিবেদক

চার অঙ্গরাজ্যের ফলাফলের ওপর ঝুলে আছে ট্রাম্প ও বাইডেনের ভাগ্য। নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়া অঙ্গরাজ্যগুলোর ভোট গণনার দিকে চোখ সবার। এসব রাজ্যে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান এতটাই কম যে, যে কেউ জয়ী হতে পারেন। জর্জিয়ায় বাইডেনের জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। নেভাদা অঙ্গরাজ্যেও অনেকটা এগিয়ে বাইডেন। এই দুটি অঙ্গরাজ্যের একটিতে জিতলেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। নর্থ ক্যারোলিনার সবগুলো ইলেকটোরাল ভোট ট্রাম্পের কপালে জুটলেও পেনসিলভানিয়ার ভোট নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি। নেভাদায় রয়েছে ছয়টি ইলেকটোরাল ভোট। এখানে পিছিয়ে আছেন ট্রাম্প। ৮৪ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে এ অঙ্গরাজ্যে ৬ লাখ ৪ হাজার ২৫১ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৯২ হাজার ৮১৪৩ ভোট। জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এখানে নয়টি ইলেকটোরাল ভোট রয়েছে। বাইডেন এ অঙ্গরাজ্যে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা যাচ্ছে, ২৪ লাখ ৪৯ হাজার  ৩৭১ ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট। সুইং স্টেট পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন ট্রাম্প। এ অঙ্গরাজ্যে রয়েছে ২০টি ইলেকটোরাল ভোট। এখানে ট্রাম্প ৩২ লাখ ৮৫ হাজার ৯৬৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৬৭ হাজার ৯২৩ ভোট। এখনো চূড়ান্ত ফলাফল হাতে আসেনি অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার। এখানে ৯৪ শতাংশ ভোট গণনার পর এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ১৫টি ইলেকটোরাল ভোট রয়েছে এখানে। ২৭ লাখ ৩২ হাজার ৮৪ ভোট পেয়েছেন ট্রাম্প। বাইডেন পেয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৩৮৩ ভোট। আপাতদৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জো বাইডেন এগিয়ে থাকলেও ফল কিন্তু পাল্টে যেতে পারে যে কোনো সময়। একটি ছোট অঙ্গরাজ্যের ফলও যে পুরো চিত্র ঘুরিয়ে দিতে পারে এবারের নির্বাচনে সেটাই দেখা যাচ্ছে। বাইডেন এ অঙ্গরাজ্যের যে কোনো একটিতে জিতলেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তবে ভোট গণনা শেষের দিকে যত পৌঁছাচ্ছে ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা তত বাড়ছে। তাই গণনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো ভবিষ্যদ্বাণী করতে রাজি নন ভোট পর্যবেক্ষকরা। তবে ফলাফল যাই হোক, সেটাই কিন্তু শেষ কথা নয়। কারণ, ট্রাম্প ‘ভোট কারচুপির’ অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে মামলা ছাড়াও সামান্য ব্যবধানে জয়-পরাজয় নির্ধারণী রাজ্যে ভোট পুনর্গণনা শুরু হয়েছে। তাই ফলাফল পেতে আরও সময় অপেক্ষা করতে হতে পারে।

সর্বশেষ খবর