রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফলাফলের অপেক্ষা শেষ হচ্ছে না

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার দিকে ক্রমশ এগিয়ে গেলেও ভোট গণনা এখনো শেষ হয়নি। এ পর্যন্ত দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪৫টির ফলাফলে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। এখন চলছে জর্জিয়া, নাভাডা, পেনসিলভেনিয়া ও অ্যারিজোনা রাজ্যের ভোট গণনা। এই ভোটের ফলাফলের মধ্য দিয়েই নির্ধারিত হবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। তবে ফলাফলের অপেক্ষা কখন শেষ হবে সে বিষয়ে কোনো উত্তর মেলেনি। সূত্র : নিউইয়র্ক টাইমস, বিবিসি, এপি, এএফপি, রয়টার্স। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, চারটি রাজ্যেই ডোনাল্ড ট্রাম্প থেকে অনেক ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। সব কটি রাজ্যেই ভোট গণনা শেষের দিকে চলে এসেছে। পেনসিলভেনিয়া : ২০টি ইলেকটোরাল ভোটের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ৯৬ ভাগ ভোট গণনার পর জো বাইডেন পেয়েছেন ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৭ ভোট, আর ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৫৪ ভোট। এখানে জো বাইডেন এগিয়ে ছিলেন ২৮ হাজার ৮৩৩ ভোটে। বাকি থাকা ভোটের বেশিরভাগই ফিলাডেলফিয়া ও অ্যালগেনি কাউন্টির অ্যাবসেন্টি ব্যালট। যেখানে ২০১৬ সালে জয় পেয়েছিলেন হিলারি ক্লিনটন। ফলে এসব ভোটের বেশিরভাগই ডেমোক্র্যাট দলের ভোট বলা যায়। এ অঙ্গরাজ্যের নির্বাচনের দিনের বা আগের ডাকবিভাগের ছাপ রয়েছে, এমন পোস্টাল ভোট জমা আসার শেষ দিন ছিল স্থানীয় সময় শুক্রবার বিকাল। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সব গণনা শেষে চূড়ান্ত ফলাফল হতে আরও কয়েক দিন লেগে যেতে পারে। জর্জিয়া : জর্জিয়া অঙ্গরাজ্যে ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। ৯৮ ভাগ ভোট গণনার পর এ রাজ্যে জো বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৬১ হাজার ৪৫৫ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৫৪ হাজার ২০৭ ভোট। এখানে বাইডেন ৭ হাজার ২৪৮ ভোটে এগিয়ে ছিলেন। রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা এর আগে জানান, সামরিক বাহিনীর সদস্যদের জন্য পাঠানো ৮ হাজার ভোট আসা বাকি ছিল। শুক্রবারের মধ্যে এসব ভোট এলে সেটা গণনায় যোগ হবে। এসব ভোটের বেশিরভাগই আটলান্টা আর সাভান্নাহের, যেসব এলাকায় প্রধানত বাইডেন সমর্থকই বেশি। রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সবের্গার জানিয়েছে, রাজ্যটির ভোট পুনরায় গণনা করা হবে। অর্থাৎ এ রাজ্যের চূড়ান্ত ফলাফল জানতে বেশ অপেক্ষা করতে হবে।

অ্যারিজোনা : মোট ১১টি ইলেকটোরাল ভোটের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ৯৭ ভাগ ভোট গণনার পর জো বাইডেন  পেয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৬৭ ভোট, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ২০৬ ভোট। এখানে বাইডেন এগিয়ে আছেন ২৯ হাজার ৮৬১ ভোটে। বাকি থাকা ভোট রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকলেও বেশিরভাগই রয়েছে ফনিক্স এলাকাতে। খবরে বলা হয়, রাজ্যের কর্মকর্তারা নির্বাচনী ফলাফল সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে আরও সময় নেবেন। তবে কবে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে চূড়ান্ত আভাস পাওয়া যাবে, তা এখনো কারও জানা নেই। নেভাডা : এ অঙ্গরাজ্যের ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। ৯৩ ভাগ ভোট গণনার পর এ রাজ্যে জো বাইডেন পেয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৫৫৮ ভোট, আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ লাখ ৯ হাজার ৯০১ ভোট। এখানে বাইডেন এগিয়ে রয়েছেন ২২ হাজার ৬৫৭ ভোটে। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো ভোট গণনা বাকি রয়েছে। এসব ভোটের বেশিরভাগই রয়েছে ক্লার্ক কাউন্টিতে। যার মধ্যে লাস ভেগাসের বেশিরভাগই পোস্টাল ব্যালট। চূড়ান্ত ফলাফল পেতে হয়তো আরও দুই-একদিন লেগে যাবে। এক হিসাবে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য মিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। বিজয়ী প্রার্থীকে পেতে হবে ২৭০টি ভোট। বাইডেন যদি পেনসিলভেনিয়ায় জয় পান, তাহলে তিনিই বিজয়ী হবেন। অথবা তিনি যদি জর্জিয়ার সঙ্গে নেভাডা, অ্যারিজোনা অথবা নর্থ ক্যারোলিনার কোনো একটি অঙ্গরাজ্যের ভোট পান, তাহলেও তিনি বিজয়ী হবেন। আর বিজয়ী হতে হলে ট্রাম্পকে পেনসিলভিনিয়ার সব ভোট তো পেতেই হবে, সেই সঙ্গে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, নেভাডা অথবা অ্যারিজোনার চারটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত তিনটিতে বিজয়ী হতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলোয় এখনো ভোট গণনা চলছে। এসব এলাকায় যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়ে অনেক ভালো করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলোয় সশরীরে পড়া ভোটের বেশিরভাগ পেতে ব্যর্থ হয়েছেন জো বাইডেন। যদিও ভোট গণনা যতই এগিয়ে চলছে, ততই অবস্থান পোক্ত করছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

সর্বশেষ খবর