রবিবার, ৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
নির্বাচিত হওয়ার পর বাইডেন

ভোট দিন আর না দিন সবার রাষ্ট্রপতি আমি

নিজস্ব প্রতিবেদক

জয় নিশ্চিত হওয়ার পর প্রথম টুইট করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটে তিনি লেখেন, ‘আমেরিকা! এ মহান দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব মার্কিনির প্রেসিডেন্ট হব, আমাকে ভোট দিন বা না  দিন। আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা আমি রক্ষা করব।’ যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন এক বার্তায় বলেন, এখন সময় আমেরিকাকে এক করার। গতকাল বিজয় নিশ্চিত করার পর তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি সম্মানিত এবং গর্বিত বোধ করছি যে আমেরিকার জনগণ আমাকে ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যারিসকে (কমলা) নির্বাচিত করেছেন।’ তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার পরও বিপুলসংখ্যক আমেরিকান ভোট দিয়েছেন। এর ফলে আবারও প্রমাণিত যে আমেরিকার হৃদয়ের অনেক গভীরে গণতন্ত্র প্রতিধ্বনিত হয়। নির্বাচনী কাজ শেষ হওয়ার পর এখন সময় রাগ, ক্ষোভ, প্রতিক্রিয়া পেছনে ফেলে এক জাতি হিসেবে কাজ করার। এখন সময় আমেরিকার ঐক্যের ও বিজয়ের। বিশ্বের সেরা এ দেশটিকে নেতৃত্ব দেওয়া অবশ্যই কঠিন কাজ। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি সব মার্কিনির জন্যই প্রেসিডেন্ট। যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার জন্যই। আমরা যুক্তরাষ্ট্র, আমরা যদি একসঙ্গে থাকি তাহলে কোনো কিছুই আমাদের জন্য অসম্ভব হবে না।’

এর আগে বিজয়ের পথে থাকা শুক্রবার রাতে ৭ মিনিটের বক্তব্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, ভোট গণনা থামবে না। বিধি অনুযায়ী গৃহীত ভোটের গণনা শেষ করতে হবে। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ নেই বলেও মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ‘হিসাব বলছে আমরাই জয়ী হতে যাচ্ছি। গোটা জাতি আমাদের সঙ্গে রয়েছে।’ ভাষণে তিনি ভোটের তিক্ততা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে এবার সর্বোচ্চসংখ্যক মানুষ ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। ৭ কোটি ৪০ লাখের বেশি ভোটারের ভোট আমরা পেয়েছি। সব মিলিয়ে ১৫ কোটির অধিক ভোটার অংশ নেন এ নির্বাচনে। সবাই পরিবর্তন চান। আমরা তা করতে সংকল্পবদ্ধ।’ বাইডেন বলেন, ‘ভোটের মতো এবারের নির্বাচনে এমন কিছু বিজয় আমরা পেয়েছি গত তিন দশকে যা ঘটেনি।’ বিজয়ের দ্বারপ্রান্তে এসেও ধৈর্য আর সংযম প্রদর্শনের আহ্বান জানান বাইডেন।

সর্বশেষ খবর