সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্প এখন কী করবেন

নিজস্ব প্রতিবেদক

ট্রাম্প এখন কী করবেন

নানা নাটকীয়তার পর পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আলোচনার কেন্দ্রে। নির্বাচনের পরাজয় মানতে নারাজ ট্রাম্প আদালতের দিকে তাকিয়ে আছেন। অবশ্য বাইডেনের কাছে পরাজয়ের সময় নিজেকে নির্ভার দেখাতে গলফ খেলে বিয়ের দাওয়াত খেয়েছেন ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিতে ভোলেননি। ডোনাল্ড ট্রাম্প সামনের দিকে কী করেন তার দিকে তাকিয়ে আছে বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ২০ জানুয়ারি দুপুর ১২টায়।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর হোয়াইট হাউসে আবাস গড়ার আগ পর্যন্ত বেশ কিছু ধাপ ও আনুষ্ঠানিকতা পার হতে হয়। সাধারণত এই প্রক্রিয়ায় কোনো ধরনের ঝঞ্ঝাট বাধে না। যদিও এবার ডোনাল্ড ট্রাম্প ভোটের ফল নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দেওয়ায় খানিক জটিলতা দেখা দিয়েছে। ভোট গণনার শেষের দিকে যেসব রাজ্য বাইডেনের দিকে হেলে পড়েছে সেসব রাজ্যে ভোট জালিয়াতির অভিযোগে মামলা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রচার শিবির এরই মধ্যে আইনি লড়াইয়ের জন্য শীর্ষ সব আইনজীবীর সন্ধানে নেমে পড়েছেন। বিভিন্ন রাজ্যে ডাকযোগে পড়া কিছু ভোটকে গণনার বাইরে রাখার চেষ্টা থাকবে ট্রাম্পের পক্ষ থেকে। এই আইনি লড়াই শুরু হবে রিভিন্ন রাজ্যের আদালতে, শেষ পর্যন্ত তা সুপ্রিম কোর্টে গিয়েও ঠেকতে পারে। যদিও এই আইনি লড়াই শেষ পর্যন্ত ভোটের ফল উল্টে দেওয়ার সফলতা দেখাতে পারবে না বলে অনুমান   বিশেষজ্ঞদের। ট্রাম্পের প্রচার শিবিরের অনুরোধে কিছু কিছু রাজ্যে ভোট পুনর্গণনাও হতে পারে, তবে তাতেও কোনো লাভ হবে না বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার করলেন কি করলেন না- তাতে কিছু আসে যায় না। নির্বাচনে পরাজিত প্রার্থী পরাজয় স্বীকার করেন জয়ী প্রার্থীকে একটা ফোন করে এবং সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতার মাধ্যমে। নিকট অতীতে হিলারি ক্লিনটন, জন ম্যাককেইন, আল গোর, জর্জ এইচ বুশ- সবাই তাই করেছেন। অবশ্য হিলারি ক্লিনটন নির্বাচনে ট্রাম্পের কাছে হারার পর তখনকার ভাইস প্রেসিডেন্টকে প্রথম দিকে পরামর্শ দিয়েছিলেন ফলাফল খুব অল্প ব্যবধানের হলে পরাজয় স্বীকার না করে ঘটনা কোন দিকে যায় তা দেখতে। তবে এই পরাজয় স্বীকার করা একটা আনুষ্ঠানিকতা বা রাজনৈতিক সৌজন্য মাত্র। এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেবেন ২০ জানুয়ারি দুপুরে। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তিনিই প্রেসিডেন্ট হবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান সাধারণত কংগ্রেস ভবনের সামনে হয়ে থাকে। পরাজিত প্রার্থী নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানেও উপস্থিত থাকেন, যেমনটা ট্রাম্পের শপথের দিন ছিলেন হিলারি ক্লিনটন। তবে ট্রাম্প জো বাইডেনের শপথে উপস্থিত থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ভোটের ফলাফলে হেরে গেলেও ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আইনি লড়াই চালানোর চেষ্টা করছেন। ট্রাম্প যাই করুন আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট শপথ নিলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং বিচার বিভাগসহ প্রশাসনের নিয়ন্ত্রণ নতুন প্রেসিডেন্টের হাতেই চলে যাবে। হার মেনে নিতে ট্রাম্পকে বুঝিয়েছেন জামাই : নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিলেন তার জামাতা এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে। জ্যারেড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার স্বামী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর