সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বালিশকাণ্ডের ঠিকাদার আসিফের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুরে বালিশকান্ডে ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল আসিফের জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আসিফের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। পরে খুরশীদ আলম খান জানান, দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে হাই কোর্টের দেওয়া জামিন বহাল থাকল। নিয়মিত লিভ টু আপিল করা হবে বলেও জানান দুদকের এ আইনজীবী। আসিফ হোসেনকে গত ২১ অক্টোবর জামিন দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। হাই কোর্টের এই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক। ২০১৯ সালের ১২ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনে অস্বাভাবিক মূল্যে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে মামলা হয়। পাবনায় হওয়া এসব মামলায় কারাগারেই আছেন আসিফ হোসেন। তার বিরুদ্ধে দুটি মামলায় সাত কোটি ৪৯ লাখ ৪২ হাজার ও সাত কোটি ৪৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ঘটনা বালিশকান্ড নামে পরিচিতি পেয়েছে।

সর্বশেষ খবর