সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সন্ধ্যা নামলেই ভয়ংকর ওরা

নিজস্ব প্রতিবেদক

দিনের আলোয় নামমাত্র পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই ভয়ংকর হয়ে ওঠে ওরা। সংঘবদ্ধ হয়ে লিপ্ত হয় অপহরণ, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধে। ১৫-২০ সদস্যের একই চক্রের সদস্যরা রাজধানীসহ আশপাশের জেলায় হরেকরকম কৌশলে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ডাকাতি করে আসছিল। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। গতকাল ভোর ৫টায় র‌্যাব-১ এর ঢাকার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মো. রনি, মো. শাহীন, আপেল মন্ডল, মো. সফিক রহমান ওরফে রাসেল (২৩) ও মো. আবদুর রহিম ওরফে রফিক। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন, ৪টি শাবল, ১টি কাটার, ১টি চাকু, ৪টি মোবাইল ফোন, ৪টি গরু ও ১টি ট্রাক উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। সাম্প্রতিক সময়ে এই চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গরুর হাটের পাইকার এবং ক্রেতাদের অপহরণ ও অর্থ ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করত। এদের ৪/৫ জন গরুর হাটের মধ্যে থেকে টার্গেট নির্ধারণ করে এবং মূল দলটি সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে। পরে পাইকাররা গরু কিনে অথবা হাট থেকে বের হয়ে গেলে অন্য সদস্যরা তাদের অনুসরণ করে। সুবিধাজনক স্থানে গিয়ে তাদের গতিরোধ করে ভিকটিমের চোখমুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে, নির্যাতন করে, সব টাকা ছিনিয়ে নেয় এবং ভিকটিমদের রাস্তায় ফেলে চলে যায়। র‌্যাব বলছে, একই চক্র ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রাইভেটকারে ও মাইক্রোবাসে করে সোনার দোকান, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের দোকানে ডাকাতি করে আসছিল। সন্ধ্যা নামতেই বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ঘোরাঘুরি করে এলাকায় ভয়ভীতি দেখাত। সংশ্লিষ্ট এলাকায় নাইট গার্ডদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাদের এখানে কাজ আছে বলে অন্যত্র সরিয়ে দিয়ে ডাকাতি করত।

 

সর্বশেষ খবর