সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাইডেন গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন, আশা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জোসেফ রবিনেট বাইডেনকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায়  জো বাইডেনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তাঁর এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতীম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। একই সঙ্গে বিশ্বে  শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন। অভিনন্দনবার্তায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে দুদেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি আশা প্রকাশ করেন,  জো বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি  জো বাইডেনের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই অভিনন্দনবার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস  প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে তাঁর  সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ খবর