সোমবার, ৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মীর নাছির কারাগারে

আদালত প্রতিবেদক

মীর নাছির কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের দন্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর  মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এম এম রুহুল ইমরান এ আদেশ দেন। পরে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো  হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে মীর নাছিরকে  জেলে পাঠানো হয়েছে। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিচার শেষে একই বছরের ৪ জুলাই ঢাকার ২ নম্বর বিশেষ জজ আসামি মীর নাছির উদ্দিনকে ১৩ বছরের কারাদন্ড দেন। একইসঙ্গে ৫০ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে দুই বছরের কারাদন্ড দেন। এ ছাড়া তার ছেলে মীর  হেলালকে তিন বছরের কারাদন্ড এবং এক লাখ টাকার অর্থদন্ড দেন। অর্থদন্ড অনাদায়ে তার আরও এক মাসের দন্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে পিতা ও পুত্র হাই কোর্টে পৃথক আপিল করেন।

হাই কোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেয়। হাই কোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই আপিল বিভাগ হাই কোর্টের রায় বাতিল করে হাই কোর্টকে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেয়। পুনরায় আপিল শুনানি শেষে ২০১৯ সালের ১৯ নভেম্বর হাই কোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেয়। একইসঙ্গে রায় দেওয়া বিচারিক আদালতে রায়  পৌঁছানোর তিন মাসের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর