মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
ঢাকায় ছয় কোম্পানির বাস প্রকল্প

কমিটি-মিটিংয়েই চার বছর পার

আজ আবার মিটিং

জয়শ্রী ভাদুড়ী

রাজধানীর পরিবহন নৈরাজ্য ঠেকাতে ছয়টি কোম্পানির আওতায় বাস নামানোর পরিকল্পনা হাতে নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তার মৃত্যুর পর দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপরে গঠিত হয়েছে সাবকমিটিও। কমিটি, মিটিং আর প্রস্তাবনায় চার বছর পার হলেও এখনো আলোর মুখ দেখেনি এই বাস প্রকল্প। আজ অবারও এই প্রকল্পের মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণপরিবহনে নৈরাজ্য, প্রতিযোগিতায় রাজধানীর সড়কে প্রাণ হারানোর ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক। ২০১৮ সালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পাশের ফুটপাথে অপেক্ষমাণ দুই শিক্ষার্থীকে চাপা দেয় জাবালে নূর পরিবহনের বাস। একই কোম্পানির দুই বাসের যাত্রী তোলার প্রতিযোগিতায় সড়ক ছেড়ে ফুটপাথে উঠে পড়ে গাড়ি। চোখের নিমিষে প্রাণ কেড়ে নেয় দুই শিক্ষার্থীর। দুই বাসের প্রতিযোগিতার মাঝে পড়ে কাটা যাওয়া রাজিবের হাত নিশৃংসতার প্রমাণ দেয়। নর্দায় রাস্তা পার হতে গিয়ে সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারায় আবরার নামের আরেক শিক্ষার্থী। রাজধানীর সড়কে গণপরিবহনের বিশৃঙ্খলায় প্রায়ই মুখোমুখি হতে হয় এমন ভয়াবহ ঘটনার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দিষ্ট কয়েকটি কোম্পানির আওতায় বাস নামানোর প্রকল্প হাতে নেন প্রয়াত মেয়র আনিসুল হক। প্রতিযোগিতা বন্ধে একটি রুটে একটি কোম্পানির গাড়ি চালানোর পরিকল্পনা করা হয়। নগর পরিকল্পনাবিদ, পরিবহন বিশেষজ্ঞদের পরিকল্পনায় ছয়টি কোম্পানির আওতায় রাজধানীর গণপরিবহনকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়। গণপরিবহন মালিক, শ্রমিকরাও সম্মতি প্রকাশ করেন মেয়রের সঙ্গে। কিন্তু মেয়র আনিসুল হকের মৃত্যুতে মুখ থুবড়ে পড়ে এই প্রকল্প। এরপর দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে গঠিত হয় কমিটি। কমিটিতে পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, বিআরটিএ চেয়ারম্যান, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রতিনিধি, বিআরটিসির চেয়ারম্যান, পরিবহন বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের রাখা হয়। এরপর দফায় দফায় কমিটির মিটিং হয়, তৈরি হয় প্রস্তাবনা কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি প্রকল্পে। বাস ডিপো, বাস স্টপেজ, ট্রেনিং ইনস্টিটিউটের জন্য এখনো জমি অধিগ্রহণ করা হয়নি। আন্তজেলা বাসগুলোর সংযোগ, ট্রেনিংয়ের প্রক্রিয়া এখনো এগোয়নি। এ বছরের মার্চের মধ্যে রাজধানীর রাস্তায় কোম্পানি ভিত্তিক বাস নামানোর কথা থাকলেও এর দৃশ্যমান কোনোই অগ্রগতি হয়নি। এই প্রকল্পে শুরু থেকে সংশ্লিষ্ট রয়েছেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সাবেক নির্বাহী পরিচালক ড. এস এম সালেহ উদ্দিন। তিনি বলেন, ‘আট মাস ধরে করোনা মহামারীতে কাজ স্থবির হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকা দুই সিটি করপোরেশনে নতুন দুই মেয়র দায়িত্ব গ্রহণের পর জানান তারা এই প্রকল্পে খুব আগ্রহী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম এই প্রকল্প দ্রুত এগিয়ে নিতে চাইছেন। এখন খুব দ্রুত একটি পাইলট প্রকল্প চালুর চেষ্টা চলছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরো প্রকল্প সম্পন্ন করা যাবে। আজকে এ বিষয়ে মিটিং রয়েছে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, আজ সকাল ১০টা ৩০ মিনিটে কোম্পানি ভিত্তিক বাস প্রকল্প কমিটির মিটিং রয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের বুড়িগঙ্গা হলে এ মিটিং অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর