মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে ইয়াবাসহ এএসআই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মাদক ব্যবসায় জড়িত অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজকে সোর্সসহ গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাতে গেন্ডারিয়া থানাধীন মিল ব্যারাক এলাকা থেকে তাদের ১৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল। গতকাল বিকালে এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া রাজধানীর কয়েকটি এলাকায় র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ৫৪ জন গ্রেফতার হয়েছেন।

যাত্রাবাড়ী থানা সূত্র অনুযায়ী, ১৯৯৮ সালে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদানের পর সিআইডিতে থাকাবস্থায় পাঁচ বছর আগে এএসআই হিসেবে পদোন্নতি পান আজিজ। গত ২৪ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় যোগদানের আগে শ্যামপুর থানার পোস্তগোলা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ সদরে। বাবা মৃত আশরাফুল আলম। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বলেন, আইজিপি স্যারের নির্দেশ অনুযায়ী মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতেই কাজ করছি আমরা। এদিকে গত রবিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৯টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর