মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফাইজারের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর

প্রতিদিন ডেস্ক

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার দাবি করেছে, করোনাভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে তারা প্রমাণ পেয়েছে যে, তাদের ভ্যাকসিন ৯০ ভাগের বেশি কার্যকর। সূত্র : সিএনএন।

গতকাল বিকালে নিজস্ব ওয়েবসাইটে এ ভ্যাকসিনের বিষয়ে দীর্ঘ বিবৃতি প্রকাশ করে ফাইজার। তারা জানিয়েছে, তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। এতে বলা হয়, জার্মান অংশীদার বায়নটেচের সঙ্গে টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চালিয়েছে ফাইজার। গত জুলাই থেকে ট্রায়ালে ৪৩ হাজার ৫৩৮ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। এর মধ্যে গত রবিবার পর্যন্ত ৩৮ হাজার ৯৫৫ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রসঙ্গত, ফাইজার যুক্তরাষ্ট্রের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল করপোরেশন। এর সদর দফতর নিউইয়র্ক সিটিতে। জরুরি ক্ষেত্রে এটির ব্যবহারের জন্য ফাইজার যুক্তরাষ্ট্রে খাদ্য ও মাদক প্রশাসন থেকে অনুমতি চাইবে বলে উল্লেখ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর