বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিস্তর পরিকল্পনা জরুরি বণ্টনে

-নজরুল ইসলাম

বিস্তর পরিকল্পনা জরুরি বণ্টনে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসতে সরকার চুক্তি করেছে। কিন্তু শুরুতে যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যাবে, তা দিয়ে সবাইকে ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে না। তাই অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন কর্মসূচি শুরু করতে বিস্তর পরিকল্পনা জরুরি। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভ্যাকসিন দেশে এলে তা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। ইপিআই টিকাদানের কাজে দক্ষ। অন্যান্য টিকা যেভাবে জেলা হিমাগারে সংরক্ষণ থাকে, এটিও সেই পদ্ধতিতেই করা হবে। প্রয়োজনমতো তাপমাত্রা ঠিক করে নিতে হবে। ইপিআই কর্মীদের এই টিকা প্রয়োগে খুব একটা প্রশিক্ষণেরও প্রয়োজন নেই। কারণ এই টিকা প্রদান অন্যগুলোর মতোই। সমস্যা হলো ১৭ কোটি মানুষের দেশে প্রথমে টিকার চালান আসবে ৩ কোটি। তাই সঠিকভাবে বণ্টনে নজর দিতে হবে। কাদের আগে দেওয়া হবে তৈরি করতে হবে সেই তালিকা। অগ্রাধিকার বিবেচনা করে তালিকা তৈরি করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর