শিরোনাম
বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সুরক্ষার মেয়াদ যাচাই সময়সাপেক্ষ

-সীতেশ চন্দ্র বাছার

সুরক্ষার মেয়াদ যাচাই সময়সাপেক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেছেন, শরীরে রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগ করলে তা নির্দিষ্ট সময় পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে। কোনো ভাইরাসের ভ্যাকসিন জীবনভর সুরক্ষা দেয় আবার অনেক ভাইরাসের ভ্যাকসিন সুরক্ষা দেয় এক বছর। করোনাভাইরাসে এই ভ্যাকসিনের কার্যকারিতার সময়কাল কত দিন হবে তা সময়সাপেক্ষ। এই পরিস্থিতিতে গবেষকরা অত সময় পাচ্ছেন না যে বিষয়টি গবেষণা করে দেখবেন।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনাভাইরাস ইনফ্লুয়েঞ্জা টাইপের ইনফেকশন। চার ধরনের স্টেন নিয়ে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তৈরি হয়েছে। এর মেয়াদ এক বছর। করোনা ভ্যাকসিনের মেয়াদ কেমন হবে তা জানতে পরবর্তী গবেষণার প্রয়োজন। ফাইজার-বায়োএনটেকের ৯০ শতাংশ কার্যকারিতার ঘোষণা খুবই ভালো খবর। ভ্যাকসিনে ৬০ শতাংশ কিংবা ৭০ শতাংশ কার্যকারিতা নিশ্চিত করতে বলা হয়। সেখানে এই ফল খুবই ভালো। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এদের কাজও ভালোই এগোচ্ছে। আমাদের দেশের গ্লোব বায়োটেকও প্রাণিদেহে প্রয়োগে সফল হয়েছে। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা মানবদেহে ট্রায়াল প্রক্রিয়ায় যাচ্ছে। চূড়ান্ত পর্যায়ে তারা সফল হবে বলে আমরা আশাবাদী।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর