শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কীভাবে মোকাবিলা

মানিক মুনতাসির

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কীভাবে মোকাবিলা

চলতি বছরের শুরু থেকে বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া কভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে। মার্চ-এপ্রিলে টানা ৬৬ দিনের সাধারণ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে আবারও সবকিছু খুলে দেওয়া হয়। শুরু হয় সব ধরনের অর্থনৈতিক কর্মযজ্ঞ। বাঙালি জাতির প্রবল আত্মবিশ্বাস, অদম্য সাহস আর কঠোর পরিশ্রমের বিনিময়ে আবার ঘুরে দাঁড়াতে শুরু করে অর্থনীতি। এরই মধ্যে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ। এ দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে ইউরোপ-আমেরিকার অনেক দেশে আবারও লকডাউন শুরু হয়েছে। এর ফলে দেশের রপ্তানি খাত আবারও পড়েছে ঝুঁকিতে। দেশেও চলছে দ্বিতীয় ঢেউ সামলানোর নানা প্রস্তুতি। দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে ও অর্থনীতি টিকিয়ে রাখতে দেশের অভ্যন্তরীণ উৎপাদনকে সচল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দ্বিতীয় দফা সংক্রমণে স্বাস্থ্যের চেয়ে অর্থনীতির ঝুঁকিটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অবশ্য বাংলাদেশ মোটামুটি সঠিক পথেই এগোচ্ছে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের গতি কিছুটা শ্লথ। এ জন্য ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ চাঙ্গা করার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতকেও সমান গুরুত্ব দিতে হবে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর