শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নির্বাচনের ব্যাপারে আমাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের ব্যাপারে আমাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনেও ভোট গুনতে পারে না। আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি। যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে। আবার যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখার আছে। গতকাল জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। দুপুর পৌনে ১২টার দিকে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থাপনা ঠিকঠাক আছে। কোথাও কোনো অনিয়ম হয়নি।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানেন না বলে উল্লেখ করেন সিইসি নূরুল হুদা। এ প্রসঙ্গে তিনি বলেন, ভোটার কম হওয়ার অনেক সমীকরণ থাকতে পারে। বিশেষজ্ঞরা এটা বিশ্লেষণ করে বলতে পারবেন। ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেনের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, তার অভিযোগ সত্য নয়। সকাল সাড়ে ৯টায় বিএনপির একজন ফোন করে বললেন, অভিযোগ নিয়ে আসবেন। তাই ভোট না দিয়ে আগে অফিসে যাই। বেলা ১১টা পর্যন্ত অফিসে অপেক্ষা করলেও বিএনপির কেউ অভিযোগ নিয়ে আসেননি।

সর্বশেষ খবর