শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। এ দিনই ব্যক্তি-শ্রেণির সব করদাতার আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের শেষ সময়। এরপর আর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হবে না। এবার আয়কর মেলার পরিবর্তে নভেম্বরব্যাপী করদাতাদের রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা দেবে দেশের ৩১টি কর অঞ্চল। কর অফিসগুলোয় মেলার পরিবেশে ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন গ্রহণ, টিআইএন প্রদান, কর তথ্য সেবা চলবে। রিটার্ন দাখিলের পর তৎক্ষণাৎ প্রাপ্তিস্বীকার পত্র পাবেন করদাতারা। গতকাল সেগুনবাগিচার রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও বলেন, দেশব্যাপী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এনবিআর ২০০৮ সাল থেকে ?জাতীয় আয়কর দিবস ও ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজন করে আসছে। কিন্তুকভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর আয়কর মেলা হচ্ছে না। তবে মেলার পরিবর্তে নভেম্বরব্যাপী করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর