শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পাঁচ বছর পর নেপালকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ বছর পর নেপালকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ দলের গোলদাতা জীবনকে ঘিরে উল্লাস -রোহেত রাজীব

বাংলাদেশ-নেপাল ম্যাচ দেখতে করোনাভাইরাস ভীতিকে পাশ কাটিয়ে আট হাজারের ওপর দর্শক উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শেষে ভগ্ন মনোরথে ফিরতে হয়নি তাদের। কিংবা প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ে ভীত হয়ে বাড়ি ফেরেননি। বরং ২-০ গোলের জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে, উৎসব, উচ্ছ্বাস করতে করতে বাড়ি ফিরেছেন। নেপালের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ শুধু আন্তর্জাতিক ফুটবলে ফেরেনি, একই সঙ্গে ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপে হারের প্রতিশোধও নিয়েছে। তার ওপর দীর্ঘ পাঁচ বছর পর ‘হিমালয় দুহিতা’ নেপালের বিপক্ষে জয়ের স্বাদ নিল। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে শেষবারের মতো ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। করোনাভাইরাসের জন্য আট মাস খেলা বন্ধ। জামাল ভ্ূঁইয়া, নাবীব নেওয়াজ জীবন, মাহাবুবুর রহমান সুফিলরা আট মাস মাঠের বাইরে ছিলেন। খেলেননি কোনো ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল। করোনাভাইরাসকে পাশ কাটিয়ে মেয়েরা মাঠে নামলেও পুরুষরা গতকালই প্রথম খেলতে নামেন। ফেরার ম্যাচটি জামালরা রাঙিয়েছেন জয়ের রঙে। টি-স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের ফুটবল খেলে নেপালের বিপক্ষে। প্রথমটি অনুষ্ঠিত হয় গতকাল এবং দ্বিতীয়টি মাঠে গড়াবে মঙ্গলবার। গতকাল জেমি ডে তার একাদশ সাজান দুই নতুন মুখ দিয়ে। গোলবার আগলানোর দায়িত্ব দেন অলিম্পিক দলের মূল গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ফুটবল খেলেন জিকো। আরেক অভিষিক্ত ফুটবলার সুমন রেজা নেপালের কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করে দেন। প্রথমার্ধে জীবন ও দ্বিতীয়ার্ধে সুফিলের গোলে জয় পেয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল। এ জয়ে ফুটবলারদের নগদ ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাফুফে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর