শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অগ্নিসংযোগে যারা জড়িত ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বৃহস্পতিবার ৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব ঘটনায় কারা জড়িত। কারা এর পেছনে আছে। কারা অর্থ জোগান দিচ্ছে। সব খুঁজে বের করা হবে। ইতিমধ্যে অনেক তথ্যও পাওয়া গেছে। যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে সাত উপজেলা, পাঁচ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আবদুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ। সূত্র জানায়, বৈঠকের অনির্ধারিত আলোচনায় সাম্প্রতিককালে বাসে আগুন দেওয়ার ঘটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানোর বিষয় নিয়ে কথা হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এই বিষয়গুলো তুলে ধরলে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব খুঁজে বের করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সরকারপ্রধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর