রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কারা আছেন যুবলীগের কমিটিতে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুবলীগের কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রলীগের সাবেক নেতাসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। কমিটিতে আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, ফরিদপুরের আলোচিত স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী, শেখ সোহেল উদ্দিন। তারা প্রত্যেকেই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন। ব্যারিস্টার শেখ ফজলে নাঈম হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক।

অপরদিকে কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, সাবেক সহসভাপতি আদিত্য নন্দী, সাবেক দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা।

গতকাল কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ। কী পেলাম, কী হারালাম।

১৩ পদ খালি রেখে কংগ্রেসের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের হাতে তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংগঠনটি প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি। এই কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সংসদ সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা, বিভিন্ন জেলা থেকে উঠে আসা নতুন মুখ ও সাবেক কমিটির বেশ কয়েকজন। কমিটিতে জায়গা পেয়েছেন কয়েকজন সাংবাদিকও। নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণির ভাতিজা ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আছেন ফরিদপুরের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ ছাড়া ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখও আছেন এবারের কমিটিতে। দীর্ঘ সাত বছর পর ২০১৯ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মণির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। সাধারণ সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল। নতুন কমিটিতে বাদ পড়েছেন যুবলীগের গত কমিটির বিতর্কিত নেতারা। পাশাপাশি বয়স ৫৫ বছরের বেশি হওয়ায় বাদ পড়েছেন ৭০ জনের বেশি। বির্তকমুক্ত কমিটি গঠনে নবীন-প্রবীণের সম্মিলন ঘটানো হয়েছে। প্রেসিডিয়াম সদস্যের পদ রাখা হয়েছে ২৭টি। সংগঠনের সভাপতি পদধিকার বলে এই পর্ষদের সদস্য। এই ২৭টি পদের মধ্যে পাঁচটি পদ খালি রেখে বাকি পদগুলো ঘোষণা করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্যরা হলেন- মামুনুর রশীদ, মনজুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন, নবী নেওয়াজ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, প্রকৌশলী মৃণাল কান্তি জোয়ার্দার, তাজউদ্দিন আহমেদ, জুয়েল আরেং এমপি, মো. জসিম মাতব্বর, মো. আনোয়ার হোসেন, এন শাহাদাত হোসেন তাসলিম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে পাঁচজনকে রাখা হয়েছে। তারা হলেন- বিশ্বাস মশিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মো. রফিকুল আলম জোয়াদার।

সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে নয় জনকে। তারা হলেন- কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, আবু মুনির মো. শহিদুল হক রাসেল, মশিউর রহমান চপল, মো. শামীম আল সাইফুল সোহাগ, প্রফেসর ড. মো. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম মিল্টন, অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহদাত হোসেন, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আলী আসিফ খান রাজিব, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. শামীম খান, তথ্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক মো. শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. ফরিদ রায়হান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দিন, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিস মিয়া শেখ সাগর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আবদুল হাই, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হেমায়েত উদ্দিন মোল্লা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবদুল মুকিত চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. খলিলুর রহমান সরদার, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা আক্তার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ নরীরুজ্জামান বাবু, উপ-অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুর্জয়, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-আইন বিষয়ক সম্পাদক মো. এনামুল হোসেন সুমন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজুর রহমান উজ্জ্বল, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. মিছির আলী, উপ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শামসুল কবির রাহাত, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবদুর রহিম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটোয়ারী, উপ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আল-আমিন, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন। সহসম্পাদক যারা হলেন- মো. সাইফুল আলম সাইফুল, সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী, মো. বেলাল হোসেন ফিরোজ, আবির মাহমুদ ইমরান, তোফাজ্জল হোসেন, মো. আতাউর রহমান উজ্জ্বল, মো. মামুন আজাদ, মির্জা মো. নাসিউল আলম শুভ্র, মো. রাজু আহমেদ, গোলাম ফেরদৌস ইব্রাহীম, মো. মাইনুুল ইসলাম, ব্যারিস্টার আরাফাত হোসেন খান, মো. আলামিনুল হক আলামিন, জামিল আহমেদ, মো. আবদুর রহমান জীবন, নাজমুল হুদা ওয়ারেসি চঞ্চল, মো. আরিফুল ইসলাম, মো. আজিজুল রহমান সরকার, সামিউল আমিন, মো. আলমগীর হোসেন শাহ জয়, মো. কামরুল হাসান লিংকন, রাজীব আহমেদ তালুকদার, মো. বাবলুর রহমান বাবলু, এ কে এম মুক্তাদির রহমান শিমুল, হিমেলুর রহমান হিমেল, আহতাসামুল হাসান ভূঁইয়া রুমি, মো. রাশেদুল ইসলাম সাফিন, মো. মনোয়ারুল ইসলাম মাসুদ, মো. আবু রায়হান রুবেল, সাইফুল ইসলাম সাইফ, ইঞ্জি. মো. কামরুজ্জামান, মো. মনিরুজ্জামান পিন্টু, মো. মনিরুল ইসলাম আকাশ, জিএম ওয়াহেদ পারভেজ, মো. জয়নাল আবেদীন চৌধুরী রিগান, ডা. মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি ও মো. নাসির উদ্দিন মিন্টু।

নির্বাহী সদস্য যারা হলেন, মশিউর রহমান মহারাজ, এ কে এম মহিউদ্দিন খোকা মজুমদার, আবদুর রকিব মন্টু, মো. জাহাঙ্গীর আলম, গাজী মো. শাহেদ, কায়কোবাদ ওসমান, সাখাওয়াত হোসেন ভুইয়া, কামরুজ্জামান খান শামীম, মো. নাজমুল হুদা নাহিদ, সরদার মো. আলী মিন্টু, মোস্তাফির রহমান মাসুদ, বর্ষণ ইসলাম, ড. বিমান চন্দ্র বড়ুয়া, এম এ কামরুল হাসান খান আসলাম, হুমায়ন কবির, গোলাম শাহরিয়ার রনজু, আবু হাসান সিদ্দিকী মিলন, মো. গোলাম কিবরিয়া, শেখ মতিন মুসাব্বির সাব্বির, ড. আরশেদ আলী আশিক, ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, জাফর ইকবাল মুন্না, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, শাম্মী খান, প্রকৌশলী প্রতীক ঘোষ, শহীদুল ইসলাম লাকি, জি এম গাফ্ফার হোসেন, কাজী বশির আহমেদ, মো. মেহেরুল হাসান সোহেল, রাজু আহমেদ ভিপি মিরান, গিয়াস উদ্দিন আজম, মুজিবুর রহমান, আবদুর রহিম ভুইয়া, মুক্তার হোসেন চৌধুরী কামাল, শওকত হায়াত, মনজরুল মজিদ মাহমুদ সাদী, প্রকৌশলী আবু সাঈদ হিরো, প্রকৌশলী আসাদুল্লাহ তুষার, মানিক লাল ঘোষ, মোবাশ্বের হোসেন সরাজ, নুর হোসেন সৈকত, ইব্রাহিম হোসেন মুন, মুজিবুর রহমান মুজিব, আফিস শামস রঞ্জন, দীপক কুমার বণিক, নুরুল ইসলাম নুরু মিয়া, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা, ড. তানভির ফেরদৌস সাঈদ, তারিক আল মামুন, ইফতেখার ইসলাম সুজন, জসিম উদ্দিন, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকার, আশিকুর রহমান শান্ত, এবি আরিফ হোসেন, প্রফেসর আকরাম হোসেন, সৈয়দ আলাউল ইসলাম সৈকত, অলিদ হোসেন, বজলুর করিম মীর, ডা. মো. আওরঙ্গজেব, শেখ তরিকুল ইসলাম, ড. মোস্তাফিজুর রহমান, সাজেদুর রহমান বিপ্লব, বিকাশ চন্দ্র হাওলাদার, আসাদুজ্জামন সুমন, আরিফুল ইসলাম উজ্জ্বল, ড. রায়হান সরকার রিজভী।

কেন্দ্রীয় কমিটির সদস্য : নাজমুল হাসান জুয়েল, হাসিবুর রহমান রাজন সিকদার, রেজাউল করিম শামীম, এস এম রাজু, জিয়াউর রহমান, এমারত হোসেন বাচ্চু, মইনুল ইসলাম মামুন, মোনায়েম খান, কপিল হালদার সজল, বিদ্যুৎ চন্দ্র পাল, জেমস স্বপন মল্লিক বাবু, আবুল বাতেন রিপন, সাইদুর রহমান সুমন, নিজাম উদ্দিন, আবদুল হাকিম তানভির, আল আমীন, ইমরুল হক, নিয়াজ মুর্শেদ এলিট, হুমায়ুন কবির, দেওয়ান আসাফউদৌলা, রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, আরিফুল হাসান, বেলাল হোসেন, সৌরিন আরেং সেং, শফিউল আলম প্রধান কমল, রবিউল ইসলাম রিজভী, শাহীনুর রশীদ সোহেল, অ্যাডভোকেট শাহরিয়ার কবির, ফারহানা রেজা, ইমরান হোসেন রিয়াজ, বাহাউদ্দিন মোল্লা বাহার, নিয়াজ জামান সজীব, জাবেদ ইকবাল বাঙালি, হাসানুজ্জামান তুষার, কাজী আনিসুর রহমান তৈমুর, নয়া মিয়া নয়ন, ডা. সুবোধ দেবনাথ, ইসলাম হোসেন সুমন, বশির আহমেদ মোল্লা, রেজাউল হাফিজ রেসিম, জাকিরুল করিম ইমরান, রেজা ই রাব্বী, সুমন কুন্ডু, সাইফুর রহমান রনি, আতিকুর রহমান, নাসির উদ্দিন পিয়াস, মহসিন কমির রিয়েল, নাজমুল হাসান, শাহীন আহমেদ, ইহসানুল হক, কামরুল ইসলাম রাজিব, আসাদুজ্জামান খান টুটুল, আবদুল্লাহ আল মামুন মিঠু, সরদার মামুনুর রশীদ, সাজ্জাদুল ইসলাম, রিপন শেখ, আশরাফুল ইসলাম রতন, হুমায়ুন কবির, নুরুল ইসলাম হাসিব, হুমায়ন সুলতান, আতাউর রহমান খান, আবদুল্লাহ রাজেন, লিয়ন মোল্লা, কামরুল হাসান কানন, আমিনুল ইসলাম খান শিপন, জহুরুল ইসলাম সরদার, মোজাম্মেল হোসেন, রাসেল মিজি, ইসতিয়াক আহমেদ জয়, মশিউর রহমান রাজন, গৌতম গাঙ্গুলী, আবদুল্লাহ রানা, আসলাম খান, আশিকুল ইসলাম, গোলাম রাব্বাবী, ইমাম হাসান আরিফ, শেখ রবিউল ইসলাম, জিসান মাহমুদ, জিয়াউল হক জিয়া, আজিজুর রহমান খান, ইমাম হাসান, উজ্জ্বল খান, বিপ্লব হাসান পলাশ, সায়েম লিয়ন, মো. ইসমাইল, বাবুল আহমেদ খান ইমন, কামরুজ্জামান কামরুল, আরিফুল ইসলাম জোয়াদ্দার, কামরুল ইসলাম, ওসমান হোসেন, নাদিম উদ্দিন, সম্রাট নাসের খালেক, কাজী মাসুদ রানা, জসিম উদ্দিন রাজিব, মাহমুদুল হাসান, শেখ জসিম উদ্দিন, ইব্রাহিম মিয়া, নাজিম উদ্দিন, ইমতিয়াজ বুলবুল, আলহাজ হোসেন জয়, সাইদুর রহমান জুয়েল, মাকসুদুর রহমান, তাজুল ইসলাম, আরিফুর রহমান লিমন, আলামিন আহমেদ, সোলায়মান হোসেন জীবন, কামরুল হাসান শিপন, সাইফুদ্দিন শাহাজাদা, শেখ ফরিদ জীবন, শেখ ফজল মুবিন, সজিবুল ইসলাম, কাজী মিরাজুল ইসলাম, শাহ আলম শামীম, শাহ জালাল সূর্য, ফারহান আলম, রেজাউল ইসলাম, শাহজাহান আকন্দ, আলামিন, রেজাউল করিম, মোক্তারুজ্জামান টুকু, তারেক বিন হায়দার রাজন, আবদুল্লাহ আল আমিন, মনিরুল ইসলাম কবির, রাসেল হোসেন, রোজিনা আকতার রিমা, তানজিল ভুইয়া তানভির, মিজানুর রহমান, রফিকুল ইসলাম সুমন, নুরুল কবির জুয়েল, খিজির হায়াত, নিজাম উদ্দিন শামীম, ইসতিয়াক আহমেদ সৈকত, ফয়সল ইবনে আব্বাস, এজাজুল ইসলাম, তানিম তালুকদার, সাইদুর রহমান আবির, আশরাফুল ইসলাম সজীব, এনায়েত কাজী, অতিম কুমার বসু, জাহাঙ্গীর আলম, মুবারক হোসেন, আসাদুজ্জামান আজম, সৈয়দ নেয়ামুল ইসলাম নিয়ন, ফাতেমা ইসরাত জামান বাঁধন, উত্তম লাহেরী, আসফাক আহমেদ চৌধুরী শুভ, লোকমান হোসেন চৌধুরী, ইসফাক আহসান, জহুরুল ইসলাম শিশির, ফারহান ফাহিম, মফিজুর রহমান জুম্মা, ফেরদৌস আল বশির, রুহুল আমিন মন্ডল, বেল্লাল আহমেদ ভুইয়া, আনিসুর রহমান রিয়াদ, শেখ আবদুস সবুর, মোস্তফা মোতাহার হোসেন প্রিন্স, জাকিরুল ইসলাম, তৈফিক নাহিয়ান নাবিদ, কাইফ ইসলাম, শিরিন শীলা, দেলোয়ার হোসেন রাইন, অভিমান্যু বিশ্বাস অভি, রেজাউল করিম বাপ্পী, আজমির শেখ, আশিক আনাম শুভ, জহিরুল হক জাকির, শহিদুল ইসলাম কবির, শেখ রাসেল, নুসরাত জাহান শিমু, মনিরুজ্জামান তরুণ, ওলিউল্লাহ সরোয়ার সৌরভ, কামরুজ্জামান রোকন, শাকিল আহমেদ তানভির, চৈতী রানী বিশ্বাস, মহিউদ্দিন রানা, শাকিল আহমেদ ফরহাদ মিয়া, শেখ গিয়াস উদ্দিন, আতিকুর রহমান, রাকিব উদ্দিন, জহিদুর আমিন, ছাবের আহমেদ, সাজু সাহা, নুর আলম মিয়া, চৈতালী হাওলাদার, শাহাদাত হোসেন, তৌফিকুর রহমান সাগর, আরিফ হোসেন, জুবায়ের আহমেদ সাব্বির, ব্যারিস্টার সাইফুল্লাহ রহমান।

সর্বশেষ খবর