রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু ভোট হবে না

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু ভোট হবে না

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে কখনই নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার, প্রত্যেকটি কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে, জনগণের উত্তাল আন্দোলনে আপনাদেরও ঠিক সেভাবেই বিদায় হতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল, নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও গ্রেফতার হওয়াদের নিঃশর্ত মুক্তি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে। এসব দাবিতে দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার সারা দেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীরসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল : এ দিকে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, বিএফইউজের এই অংশের সভাপতি রুহুল আমিন গাজীসহ গ্রেফতার হওয়া সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক নেতা এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, ডিইউজের (একাংশ) সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। দুপুরের পর ভোট গ্রহণ হয়। নির্বাচনে কারাবন্দী সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্যানেল এবং এম আবদুল্লাহ প্যানেল অংশ নেয়। এখানে মির্জা ফখরুল বলেন, গত বৃহস্পতিবার ঢাকায় কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেটাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্পূর্ণভাবে বিএনপির ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সেই আগের খেলা, সেই ওল্ড গেইম। তারা তাদের এজেন্টদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজ করে আর বিএনপির ওপর দোষ চাপিয়ে দেয়। কেউ যেন এই ফাঁদের মধ্যে পা না দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। এভাবে নাশকতা কাজ যারা করছে, তাদের সঙ্গে কোনো মতেই বিএনপির কোনো সম্পর্ক নেই। আমি আজকেও তীব্র ভাষায় এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যারা এ? কাজের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সর্বশেষ খবর