সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
আবারও আলোচনায় হেফাজত

নতুন আমির বাবুনগরী মহাসচিব কাসেমী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নতুন আমির বাবুনগরী মহাসচিব কাসেমী

আলোচিত হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা আহমদ শফীর উত্তরসূরি নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। একই সঙ্গে মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা নূর হোসেন কাসেমী। গতকাল দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কাউন্সিল শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সকাল সাড়ে ১০টায় কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হাটহাজারী মাদ্রাসার শিক্ষা ভবন মিলনায়তনে হেফাজতে ইসলামের আলোচিত কাউন্সিল শুরু হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে সাড়ে ৩০০ নেতা উপস্থিত হন। কাউন্সিলে স্বাগত বক্তব্যের আগে হেফাজতে ইসলামের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম প্রস্তাবের জন্য মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূর হোসেন কাসেমী, আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা ইয়াহইয়া হাটহাজারী, মাওলানা নাসির উদ্দীন মুনীর, মাওলানা মুনির হুসাইন, আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জুনাঈদ আল হাবীবকে দায়িত্ব দেওয়া হয়। তাদের বৈঠকের পর বেলা ২টার দিকে দ্বিতীয় অধিবেশনে নতুন আমির ও মহাসচিবের নাম ঘোষণা করা হয়। সম্মেলনের সভাপতি মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক হেফাজতে ইসলামের নতুন কমিটির ঘোষণা দেন। এতে আগের কমিটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী আমির এবং নতুন মহাসচিব পদে নূর  হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে মোট ১৫১ জনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা করা হয় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। নতুন কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন- যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকিম, মাওলানা নাসির উদ্দীন মুনীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া  নোমান ফয়জী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজহার, সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হারুন আজিজী নদভী, সমাজকল্যাণ সম্পাদক মুফতি কুতুবুদ্দিন নানুপুরী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহিদুল পাশা চৌধুরী (সাবেক এমপি), দাওয়াহ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুফতি মুহাম্মদ আলী,  ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ খুবায়েব, আন্তর্জাতিক সম্পাদক হেলাল উদ্দিন নানুপুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাওলানা ড. নুরুল আবছার আজহারী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর