সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত হচ্ছে বিদেশি চাপে : পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত হচ্ছে বিদেশি চাপে : পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, এনজিও ও বিদেশি শক্তিদের চাপে এই স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। গতকাল দুপুরে রাজশাহী কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের জন্য যে আবাসনের ব্যবস্থা করা হয়েছে তা খুবই উন্নতমানের। এখন পর্যন্ত ৩০৬ জনকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বসবাস করা রোহিঙ্গা নারীরা উৎপাদনমুখী কাজকর্ম শুরু করেছেন। অনেক রোহিঙ্গাই সেখানে যেতে ইচ্ছুক। তবে কিছু এনজিও ও বিদেশি শক্তি তাদের ভাসানচরে যেতে নিরুৎসাহিত করছে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গারা এখন যেখানে আছে, সেখানে তিন বেলা খাচ্ছেন আর নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন। মন্ত্রী তিস্তা চুক্তি প্রসঙ্গ টেনে বলেন, ভারতের অভ্যন্তরীণ জটিলতা থাকায় তিস্তা চুক্তি এখনো স্বাক্ষর করা সম্ভব হয়নি। তবে যে কোনো সময় তা হতে পারে। এ জন্য আরও কিছুটা সময় প্রয়োজন । এর আগে মন্ত্রী জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি রাজশাহীর বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন। এরপর রাজশাহী কলেজের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে ক্যাম্পাসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং কলেজ অধ্যক্ষ মুহা. হবিবুর রহমানকে সঙ্গে নিয়ে একটি গাছের চারা রোপণ করেন। সব শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর