সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

একাত্তরের বীরত্ব স্মরণ করলেন মোদি

কূটনৈতিক প্রতিবেদক

একাত্তরের বীরত্ব স্মরণ করলেন মোদি

সেনাদের উদ্দেশে ভাষণে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের বীরত্বের কথা স্মরণ করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার জয়সলমেরে দিওয়ালি ভাষণে নরেন্দ্র মোদি বলেন, এখন যখন ১৯৭১ সালের যুদ্ধের এবং লঙ্গেওয়ালার যুদ্ধের ৫০ বছর পূর্তি হতে চলেছে, কয়েক সপ্তাহ পরেই আমরা এর ৫০ বছর, এই গৌরবপূর্ণ সোনালি পৃষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন করব। সেই পরিপ্রেক্ষিতে আজ আমার এখানে আসার ইচ্ছা হয়েছে। গোটা দেশ এই বীরদের বিজয়গাঁথা শুনে নিজেদের গৌরবান্বিত অনুভব করবে, তাদের সাহস বাড়বে, নতুন এবং আগামী প্রজন্ম এই পরাক্রম থেকে প্রেরণা নেওয়ার জন্য এটি তাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেবে। মোদি বলেন, এটা সেই সময় ছিল যখন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের নিরপরাধ নাগরিকদের ওপর অত্যাচার করছিল, জুলুম করছিল, নরসংহার করছিল। মা-বোনেদের ওপর অমানুষিক অত্যাচার করছিল। পাকিস্তানের সেনাবাহিনীর এই কুকীর্তি, সারা পৃথিবীতে পাকিস্তানের ঘৃণিত চেহারার মুখোশ খুলে দিয়েছিল। পাকিস্তানের ভয়ংকর রূপ বিশ্বের সামনে প্রকাশ পাচ্ছিল। এসব কিছু থেকে বিশ্বের নজর সরানোর জন্য পাকিস্তান আমাদের দেশের পশ্চিম সীমান্তে হামলা করে। পাকিস্তান ভেবেছিল ভারতের পশ্চিম সীমান্তে হামলা করে বিশ্বকে ভারত এই করেছে, সেই করেছে বলে কান্না জুড়ে দেবে, আর তাতে বাংলাদেশের সব পাপ ধুয়ে যাবে। কিন্তু আমাদের সৈনিকরা তাদের যে উপযুক্ত জবাব দিয়েছিল, তাতে পাকিস্তানকে নাস্তানাবুদ হতে হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর