মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ-নেপালের ট্রফি জয়ের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

ফাইনাল নয় তবুও ফাইনাল। বাংলাদেশ ও নেপালের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।

দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতিম্যাচ হলেও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জন্য ম্যাচটি উৎসর্গ করেছে বাফুফে। যা প্রীতিম্যাচে ব্যতিক্রমই বলা যায়। প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ ড্র করলেই সিরিজের ট্রফি ঘরে উঠবে। অন্যদিকে নেপাল ৩-০ গোলে জিতলে সিরিজ নিজেদের করে নেবে। সুবিধাজনক অবস্থায় থাকলেও অধিনায়ক জামাল ভূঁইয়া ড্র’র কথা ভাবছেন না। টানা দুই ম্যাচ জিততে চান। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথম ম্যাচে প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। দ্বিতীয় ম্যাচে পুরোটা সময় জ্বলে উঠতে চাই। নেপালকে তিনি দুর্বল ভাবছেন না। ম্যাচ জেতার সামর্থ্য রয়েছে তাদের। সতর্ক হয়েই খেলতে   হবে। জীবন ও সুফিল দুরন্ত গোল করেছে। আমাদের লক্ষ্য থাকবে সুযোগ যেন হাতছাড়া না হয়। অন্যদিকে নেপালের অধিনায়ক কিরণ বলেন, অবশ্যই আমরা প্রথম ম্যাচ ভালো খেলতে পারিনি। রক্ষণভাগে বেশ কিছু ভুল ছিল। আমরা দ্বিতীয় ম্যাচে জিততে চাই। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো ট্রফি জিততে পারেনি। ১৭ বছর পর সুযোগ এসেছে জাতীয় দলের ট্রফি জয়ের। জাতির পিতার নামে ট্রফি। জিতলে ফুটবলে নতুন প্রাণসঞ্চার হবে।

সর্বশেষ খবর