মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আদালতে আগুন পুড়ে গেছে পাঁচ হাজার নথি

আদালত প্রতিবেদক

আদালতে আগুন পুড়ে গেছে পাঁচ হাজার নথি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গতকাল আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে আগুন লাগার ঘটনায় প্রায় পাঁচ হাজার নথি পুড়ে গেছে। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে এ আগুন লাগে। মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ রাশেদ জানান, বিকাল পৌনে ৫টার দিকে আদালতের এজলাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশেদ বলেন, আগুন লাগার ফলে নিষ্পত্তিকৃত প্রায় পাঁচ হাজার পুরাতন নথি পুড়ে গেছে। কর্মচারীরা আগুনের ভয় না করে বেশ কিছু নথি সরিয়ে নিয়েছেন।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী কালাম খান জানান, বিকালে আদালতের কার্যক্রম শেষে হঠাৎ  একটি বিকট শব্দ হয়। সবাই ধারণা করেন, বিদ্যুতের শর্টসার্কিট বা এসি বিস্ফোরণের ফলে এ আগুনের সূত্রপাত হতে পারে।

আদালতের এজলাসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে আদালত চলার সময়ে এজলাসের পেছন দিক থেকে কিছু ধোঁয়া আসছিল। এরপর বিচারক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, দেখেন তো কিসের ধোঁয়া আসছে? দেখা যায়, এজলাসের পেছনেই মামলার নথি রাখার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। এর পরই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। তারা এসে আদালতের আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর