বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

পিপিআর ভঙ্গকারীদের কঠোর শাস্তি দিতে হবে

ড. হোসেন জিল্লুর রহমান

পিপিআর ভঙ্গকারীদের কঠোর শাস্তি দিতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, সরকারি কেনাকটা আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। যারা পিপিআর ভঙ্গ করেন তাদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। ই-জিপি বাস্তবায়িত হলেও দুর্নীতি কমেনি এটা যেমন সত্য, তেমনই সত্য হলো এ খাতে জবাবদিহিতাও নিশ্চিত করা যায়নি। এক্ষেত্রে যারা কেনাকাটার সঙ্গে জড়িত, টেন্ডার ডকুমেন্ট মূল্যায়নের সঙ্গে জড়িত, তাদের মধ্যেও জবাবদিহিতার অভাব রয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, যারা বাস্তবায়নকারী সংস্থা এবং যেসব বেসরকারি প্রতিষ্ঠান সরকারি কাজের সঙ্গে যুক্ত সেসব ক্ষেত্রেও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যারা অন্যায় করে বারবার পার পেয়ে যান তাদের দেখে অন্যরা উৎসাহিত হয়। অর্থাৎ আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং অনিয়ম-দুর্নীতির মতো অপরাধের পরও সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে না পারায় সরকারি খাতে কেনাকাটায় দুর্নীতি কমানো যায় না। ফলে এ খাতে অনিয়ম-দুর্নীতি কমাতে হলে সবার আগে এ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর