বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সরকারকে কঠোর হতে হবে

---- আবদুল করিম

নিজস্ব প্রতিবেদক

সরকারকে কঠোর হতে হবে

সাবেক মুখ্য সচিব আবদুল করিম মনে করেন, সরকারি কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি বন্ধে সরকারকে কঠোর হতে হবে। কেনাকাটার দুর্নীতি বন্ধে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট পাবলিক করেছে। প্রকিউরমেন্ট রুলস করেছে। এসব আইনের কঠোর এবং যথাযথ প্রয়োগ করতে হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে। তাহলে কেনাকাটায় দুর্নীতি বন্ধ হবে।

আবদুল করিম বলেন, কেনাকাটায় দুর্নীতির ফলে সরকার এবং জনগণের অর্থের অপচয় হচ্ছে। এটা রোধ করতে হবে। এ জন্য আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই। তিনি বলেন, কেনাকাটার দুর্নীতি বন্ধে সংসদীয় কমিটি, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অডিটর জেনারেলের দফতরও ভূমিকা রাখতে পারে। সংসদীয় কমিটি যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুপারিশ করে এবং এর ভিত্তিতে সরকার যদি অভিযুক্ত কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, দুদক ব্যবস্থা নেয় তাহলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।  আবদুল করিম বলেন, সরকার বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কাউকেই ছাড় দেওয়া ঠিক হবে না। তিনি আরও বলেন, সরকারি কেনাকাটায় দুর্নীতি বন্ধে সরকারের সদিচ্ছা আছে। এ কারণেই সরকার পিপিআর এবং পিপিএ করেছে। এখন এগুলোর যথাযথ প্রয়োগ করতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর