বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষ ট্রফি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

মুজিববর্ষ ট্রফি বাংলাদেশের

চ্যাম্পিয়ন বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল -রোহেত রাজীব

প্রায় দেড় যুগ ট্রফি শূন্য বাংলাদেশ। ফুটবলে জাতীয় দলের এ এক বড় ব্যর্থতা বলা যায়। ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ট্রফি জিতেছিল। সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই ট্রফি এলো বাংলাদেশের ঘরে। গতকাল মুজিববর্ষ আন্তর্জাতিক প্রীতিম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করে। তবে প্রথম ম্যাচে ২-০ গোলে জেতাতে বাংলাদেশ সিরিজ জিতে ট্রফির উৎসবে মেতে ওঠে। প্রীতি হলেও স্বস্তির ট্রফি উঠল জামাল ভূঁইয়ার হাতে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারছিল না। ফুটবলে শুধুই হাহাকার আর হাহাকার। নেপালের বিপক্ষে সিরিজ জেতাটাও কম কৃতিত্বের নয়। কেননা দেশটির বিপক্ষে বাংলাদেশ হেরেই চলেছিল। ফিফা র‌্যাঙ্কিয়েও শীর্ষে তারা। সুতরাং এ বিজয়ে বাংলাদেশ প্রশংসা পেতেই পারে। তবে সিরিজ জিতলেও প্রত্যাশা ছিল দুটো ম্যাচ জিতেই নেপালকে হোয়াইট ওয়াশ করবে জামালরা। তা আর হলো না। গোল শূন্য ড্রয়ে রেফারি শেষ বাঁশি বাজালেন। দীর্ঘ আট মাস পর ফুটবলে ফিরে প্রথম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমানের সুফিলের গোল দুটো ছিল অসাধারণ। জামাল আগের

দিন বলেছিলেন দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলবে। ভালো খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্যদিকে ম্যাচ জিততে নেপাল শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলে। সুযোগ পেলেও ডিফেন্ডারদের দৃঢ়তায় জালে বল পাঠাতে পারেনি। তবে শেষ মুহূর্তে নেপালের লবইযুগ শ্রেষ্ঠার প্লেসিং পোস্টে লাগে। বল জালে জাড়ালে সমতা ফেরানোর সুযোগ পেত না বাংলাদেশ। আন্তর্জাতিক দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করতে দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। এখন সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ কাতারে উড়ে যাবে। ৪ ডিসেম্বর দোহায় বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে ম্যাচ খেলবে জামালরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর