বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আদালতে আগুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের একটি রেকর্ড রুমে অগ্নিকান্ডে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ কমিটি গঠন করেন। তাদের আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন, গণপূর্তের সহকারী প্রকৌশলী সবুজ কুমার সান্যাল এবং ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু জানান, রেকর্ড রুমে অগ্নিকান্ডের বিষয়টি নাশকতা কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। আদালতসূত্র জানান, ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চলাকালেই মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার ওই কক্ষে আগুন লাগে। বিচারক কে এম ইমরুল কায়েশ সে সময় এজলাসে বিচারকাজ চালাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অসংখ্য মামলার নথি পুড়ে যায় বলে সদরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর